মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

\\\'কুমিল্লা কমিউটার\\\' চালু হচ্ছে আজ

\\\'কুমিল্লা কমিউটার\\\' চালু হচ্ছে আজ

অবশেষে পূরণ হচ্ছে কুমিল্লা ও আখাউড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আজ থেকে কুমিল্লা-আখাউড়া-ঢাকা রেলপথে চালু হচ্ছে ডেমু ট্রেন। এসব এলাকার বাসিন্দাদের প্রাণের দাবি, এ রুটে নির্দিষ্ট ট্রেনের। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের জানান, ট্রেনটির নাম দেওয়া হয়েছে কুমিল্লা কমিউটার। কুমিল্লা ও আখাউড়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ অত্যাধুনিক ট্রেনটি চালু করছে। রেলওয়ে জানায়, ট্রেনটি কুমিল্লা-ঢাকা রেলপথের ১৬টি স্টেশনে যাত্রাবিরতি করবে। এ রুটে চলাচলকারী ট্রেনটির দুটি জোড়া এরই মধ্যে আখাউড়া আনা হয়েছে। এগুলো রাখা হয়েছে আখাউড়া লোকোসেডে। যাত্রার সময়সূচি : কুমিল্লা কমিউটার ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন ছাড়বে সকাল ৬টায়। ১৬টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছবে বেলা ১১টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে বেলা ১টায় ছেড়ে কুমিল্লায় পেঁৗছবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। আধা ঘণ্টা বিরতির পর আবার কুমিল্লা থেকে রাত সাড়ে ৭টায় ছাড়বে। আখাউড়ায় (ব্রাহ্মণবাড়িয়া) পৌঁছবে রাত ৯টায়। রাতে আখাউড়ায় ট্রেনটির যান্ত্রিক পরীক্ষা ও জ্বালানি দেওয়া হবে। ভোর সাড়ে ৪টায় আখাউড়া থেকে ছেড়ে কুমিল্লা পৌঁছে সকাল ৬টায় আবার ঢাকার পথে ছেড়ে আসবে।

ট্রেনটি উদ্বোধন করতে রেলপথমন্ত্রী মুজিবুর রহমান আজ আখাউড়ায় আসছেন। বেলা সাড়ে ১১টায় আখাউড়া রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠান হবে। ট্রেনটি চালু হলে এ রুটের রেলযাত্রীদের দুর্ভোগ অনেকটা কমে আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

 

 

সর্বশেষ খবর