রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় ট্রাফিক ব্যারাকের পাঁচ তলা ভবনের ছাদ থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর, তবে পরিচয় শনাক্ত হয়নি। লাশটি গতকাল বেলা ১১টার দিকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ অবকাঠামোর ভেতরে এ রকম লাশ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ব্যাপক নিরাপত্তা বেষ্টনী আর ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে এ ঘটনায় পুলিশ কর্মকর্তারাও বিস্মিত। হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরের একাধিক স্থান, হাত ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে অচেতন করার পর মৃত্যু নিশ্চিত করতে জবাই করা হয় বলে ধারণা করা হচ্ছে। ডিবি, র্যাব, সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার ঊধর্্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, 'ঘটনাটি রহস্যজনক। তদন্ত চলছে। ভবনের নিচে ড্রেন থেকে একটি সাদা শার্ট উদ্ধার করা হয়েছে। এর পকেটে ৯৩৫ টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শার্টটি ওই যুবকের পরনে ছিল।' মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, বিচ্ছিন্ন মস্তক, হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। নিহত ব্যক্তি পুলিশ সদস্য কিনা তা এখনি বলা যাবে না। তার পরিচয় জানার চেষ্টা চলছে। দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সংলগ্ন ট্রাফিক ভবনে যেতে পল্টন থানার প্রধান গেট দিয়ে প্রবেশ করতে হয়। থানা ক্যাম্পাসে প্রবেশের পর ডান দিকে একটি দেয়াল। সেখানে ভেতরে যাওয়ার জন্য সরু রাস্তা। উত্তর পাশে পুলিশের স্টাফ কোয়ার্টার দিয়ে ওই ভবনে প্রবেশের ব্যবস্থা থাকলেও সেটি অধিকাংশ সময় বন্ধ থাকে। ভবনের প্রতিটি তলায় পুলিশের শতাধিক সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। পাঁচ তলায় ওঠার পর সিঁড়ি যেখানে শেষ, তার পাশেই ছাদে ওঠার জন্য লোহার সিঁড়ি। তবে দুজনের বেশি একসঙ্গে ওঠা যায় না। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকে ট্রাফিক পুলিশ। চতুর্থ ও পঞ্চম তলায় রাজারবাগ পুলিশ লাইনের খেলোয়াড় ও ওয়ার্কশপ কর্মী। নিচ তলায় আছে একটি ক্যান্টিন।
সুটকেসে গৃহবধূর ৬ টুকরো লাশ : গাজীপুরে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে হত্যার পর লাশ ছয় টুকরো করে সুটকেসে ভরে বাসা বদল করতে গিয়ে এক পোশাক কর্মী গ্রেফতার হয়েছেন। তার দ্বিতীয় স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর পশ্চিম চান্দনার রওশন সড়ক এলাকা থেকে চায়না আক্তারের (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘাতক রিয়াজুল ইসলাম (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে গ্রেফতার করা হয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, রিয়াজুল বড়বাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার সকালে রোজিনাকে নিয়ে একটি সুটকেসসহ মালামাল নিয়ে রওশন সড়ক এলাকায় নতুন বাসায় ওঠেন তিনি। সুটকেস থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক জসিম উদ্দিন তা খুলে লাশ দেখতে পান। তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে রিয়াজুল ও রোজিনাকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসআই আকরাম বলেন, 'জিজ্ঞাসাবাদে রিয়াজুল জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে গত রবিবার রাত ১০টার দিকে প্রথম স্ত্রী চায়নাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে চায়নার মরদেহ ছয় টুকরো করে একটি সুটকেসে ভরে রাখে।' এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
জুরাইনে নারী খুন : রাজধানীর কদমতলী এলাকায় সমর্থ বেগম (৫০) নামে এক নারীকে হত্যা করে বাসার টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে নতুন জুরাইনের ১৬৮/১ নম্বর বাসায় ওই নারীর সঙ্গে অচেতন অবস্থায় তার স্বামী নূরুল ইসলামকে (৬৫) পাওয়া যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই এলাকার মুরাদপুর পোকার বাজারের একটি বাসায় সোমবার রাতে পিয়াস (১১) নামে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তবে নিহতের বাবা রিপনের দাবি, জন্মদিনের অনুষ্ঠান না করায় সে আত্দহত্যা করেছে। পিয়াসকে হত্যার অভিযোগে সহপাঠীসহ স্থানীয় জনতা মুরাদপুরে বিক্ষোভ-মিছিল করে। এ ছাড়া গতকাল সকালে ঢাকা সেনানিবাস সংলগ্ন একটি লেক থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
স্কুল ছাত্রের মৃত্যু : স্থানীয়রা জানিয়েছেন, পিয়াস মুরাদুপর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ত। তার বাবার নাম রিপন। তার মা বছর দুয়েক আগে আত্দহত্যা করেন। অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে রিপনের পরিবারের কেউ পিয়াসকে খুন করেছে। রিপন জানান, সোমবার সিয়ামের জন্মদিন ছিল। সে আগে থেকেই জন্মদিনের অনুষ্ঠান করার জন্য বায়না ধরেছিল। কিন্তু তার কথা না রাখায় সে অভিমান করে আত্দহত্যা করেছে।
শিরোনাম
- পাচারের জন্য রাখা ৪২৫ কচ্ছপ উদ্ধার করল বন বিভাগ
- ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ৯
- রাণীনগরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন
- উপদেষ্টা মাহফুজের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা লন্ডন হাইকমিশনের
- ক্যালগেরিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরোন্টোর কনস্যুলার সেবা অনুষ্ঠিত
- বিমান ছিনতাই করেছিলেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার স্বামী!
- ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন
- শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার ২৩৪ বিলিয়ন ডলার
- চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীকে যেভাবে আটক করা হয়
- নেপালের বিক্ষোভ নিয়ে ভারত-চীনের প্রতিক্রিয়া কী?
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা মোদির
- উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা ও টিভি সিরিজ দেখার অপরাধে দেয়া হচ্ছে মৃত্যুদণ্ড
- নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে হাজার হাজার মানুষ
- ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
- উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
- ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর ডিনার
- রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন
- নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা মেয়র প্রার্থী মামদানির
- মার্চে নেপালে নির্বাচন
ট্রাফিক ভবনের ছাদে মস্তকবিহীন লাশ
সুটকেসে গৃহবধূর ৬ টুকরো লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা ও টিভি সিরিজ দেখার অপরাধে দেয়া হচ্ছে মৃত্যুদণ্ড
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম