দাতাদের কঠোর কৃচ্ছ্রতার শর্ত মেনে আন্তর্জাতিক ঋণ অথবা তা প্রত্যাখ্যানের মাধ্যমে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকি- এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে গণভোটে অংশ নিলেন গ্রিসের নাগরিকরা। ১ কোটি ভোটার তাদের মনোভাব জানালেন। আর মনোভাবে তাদের চরম জাতীয়তাবাদেই প্রকাশ পেয়েছে। দাতাদের শর্ত মানতে রাজি নয় গ্রিস। তাই তো গতকাল তারা সেই মনোভাবকে জানিয়ে দিয়েছেন ‘না’ ভোটের মাধ্যমে। গতকাল রাত সাড়ে ১২টায় প্রাথমিক গণনায় ‘না’ ভোটের জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। প্রাথমিক ৩৩ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ‘না’ ভোট পেয়েছে ৬১ এবং হ্যাঁ ভোট পেয়েছে ৩৯ শতাংশ। গতকাল স্থানীয় সময় সকাল ৭টায় (আন্তর্জাতিক সময় ০৪০০) এই ভোট গ্রহণ শুরু হয়। চলে একটানা সন্ধ্যা ৭টা পর্যন্ত। গণভোট সামনে রেখে দেশবাসীর প্রতি ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানায় সরকার, যদিও সেটা হলে গ্রিসকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হতে পারে বলে হুমকি রয়েছে। এদিকে ভোটের প্রাথমিক ফলাফলের পরেই ইউরোজোনের সিনিয়র নেতারা আজ জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছেন। ‘না’ ভোট জয়ী হলে গ্রিসের অবস্থা কী হবে তা আজকের বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে। আর আগামী বুধবার ইউরোজোনের অর্থমন্ত্রীরা বৈঠকে বসবেন। তবে ইউরোজোনের নেতারা বিশেষ করে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ঘোষণা দিয়েছেন ‘না’ ভোট জয়ী হলে ইউরোজোন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হবে। আজ রাতে এই দুই নেতা এ বিষয়ে বৈঠক করবেন।
আর্থিক পুনরুদ্ধারের (বেইল আউট) জন্য দাতাদের দেওয়া শর্তগুলো মর্যাদাহানিকর বলে সমালোচনা করে আসছে গ্রিসের ক্ষমতাসীন বামপন্থি সিরিজা পার্টি। গণভোটে শর্তগুলো নাকচ হলে দাতাদের সঙ্গে দ্রুত নতুন চুক্তিতে যেতে সরকারকে সুযোগ করে দেবে বলে দলটির শীর্ষ নেতৃত্ব বলছে।
অবশ্য আন্তর্জাতিক দাতারা আগেই সতর্ক করেছে, ‘না’ ভোটের বিজয় গ্রিক ব্যাংকগুলোর তহবিল বন্ধ হয়ে যেতে পারে এবং তা ইউরোপের একক মুদ্রা ইউরো থেকে বের হয়ে যাওয়ার পথে নিয়ে যাবে।
২০১০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ থেকে দুটি বেইল আউটে প্রায় ২৪০ বিলিয়ন ইউরো নেয় গ্রিস। এই অর্থে চলতে থাকে দেশটি, যদিও তার জন্য নাগরিকদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এ সময়ে পেনশন, বেতন ও সরকারি সেবায় কাটছাঁট হয় গ্রিসে।
নতুন করে সহায়তার জন্য (বেইল আউট) গ্রিসকে কর বাড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক ব্যয় কমানোসহ কঠিন আর্থিক পুনর্গঠনের শর্ত দেয় ইউরোজোন। বিবিসি, এএফপি
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
ইউরোজোনে থাকছে না গ্রিস!
‘না’ ভোটই জয়ী
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর