দাতাদের কঠোর কৃচ্ছ্রতার শর্ত মেনে আন্তর্জাতিক ঋণ অথবা তা প্রত্যাখ্যানের মাধ্যমে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকি- এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে গণভোটে অংশ নিলেন গ্রিসের নাগরিকরা। ১ কোটি ভোটার তাদের মনোভাব জানালেন। আর মনোভাবে তাদের চরম জাতীয়তাবাদেই প্রকাশ পেয়েছে। দাতাদের শর্ত মানতে রাজি নয় গ্রিস। তাই তো গতকাল তারা সেই মনোভাবকে জানিয়ে দিয়েছেন ‘না’ ভোটের মাধ্যমে। গতকাল রাত সাড়ে ১২টায় প্রাথমিক গণনায় ‘না’ ভোটের জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। প্রাথমিক ৩৩ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ‘না’ ভোট পেয়েছে ৬১ এবং হ্যাঁ ভোট পেয়েছে ৩৯ শতাংশ। গতকাল স্থানীয় সময় সকাল ৭টায় (আন্তর্জাতিক সময় ০৪০০) এই ভোট গ্রহণ শুরু হয়। চলে একটানা সন্ধ্যা ৭টা পর্যন্ত। গণভোট সামনে রেখে দেশবাসীর প্রতি ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানায় সরকার, যদিও সেটা হলে গ্রিসকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হতে পারে বলে হুমকি রয়েছে। এদিকে ভোটের প্রাথমিক ফলাফলের পরেই ইউরোজোনের সিনিয়র নেতারা আজ জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছেন। ‘না’ ভোট জয়ী হলে গ্রিসের অবস্থা কী হবে তা আজকের বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে। আর আগামী বুধবার ইউরোজোনের অর্থমন্ত্রীরা বৈঠকে বসবেন। তবে ইউরোজোনের নেতারা বিশেষ করে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ঘোষণা দিয়েছেন ‘না’ ভোট জয়ী হলে ইউরোজোন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হবে। আজ রাতে এই দুই নেতা এ বিষয়ে বৈঠক করবেন।
আর্থিক পুনরুদ্ধারের (বেইল আউট) জন্য দাতাদের দেওয়া শর্তগুলো মর্যাদাহানিকর বলে সমালোচনা করে আসছে গ্রিসের ক্ষমতাসীন বামপন্থি সিরিজা পার্টি। গণভোটে শর্তগুলো নাকচ হলে দাতাদের সঙ্গে দ্রুত নতুন চুক্তিতে যেতে সরকারকে সুযোগ করে দেবে বলে দলটির শীর্ষ নেতৃত্ব বলছে।
অবশ্য আন্তর্জাতিক দাতারা আগেই সতর্ক করেছে, ‘না’ ভোটের বিজয় গ্রিক ব্যাংকগুলোর তহবিল বন্ধ হয়ে যেতে পারে এবং তা ইউরোপের একক মুদ্রা ইউরো থেকে বের হয়ে যাওয়ার পথে নিয়ে যাবে।
২০১০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ থেকে দুটি বেইল আউটে প্রায় ২৪০ বিলিয়ন ইউরো নেয় গ্রিস। এই অর্থে চলতে থাকে দেশটি, যদিও তার জন্য নাগরিকদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এ সময়ে পেনশন, বেতন ও সরকারি সেবায় কাটছাঁট হয় গ্রিসে।
নতুন করে সহায়তার জন্য (বেইল আউট) গ্রিসকে কর বাড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক ব্যয় কমানোসহ কঠিন আর্থিক পুনর্গঠনের শর্ত দেয় ইউরোজোন। বিবিসি, এএফপি
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
ইউরোজোনে থাকছে না গ্রিস!
‘না’ ভোটই জয়ী
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর