শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় রবিঠাকুরের ‘বদনাম’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় রবিঠাকুরের ‘বদনাম’

কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটকের দল সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চায়ন করেছে ‘বদনাম’ নাটকের বিশেষ প্রদর্শনী। গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এ নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন মোস্তফা হীরা।

দায়িত্ববান পুলিশ ইন্সপেক্টর বিজয় বাবু। কাজে-কর্মে, দায়িত্ব পালনে খুবই নিষ্ঠাবান। স্ত্রী সৌদামিনী সংসারী, সতীসাধবী এক নারী। সন্তানহীনা মায়ের কষ্ট বুকে লুকিয়ে হাসিমুখেই ধর্ম-কর্ম চালিয়ে নিচ্ছে ক্লান্তিহীন। স্বামী-সংসারের প্রতি তার দায়িত্ব-কর্তব্য, ভালোবাসার এতটুকু কমতি নেই। সেই সঙ্গে দেশপ্রেমকেও আলাদা করতে পারেনি সে। সৌদামিনী, যাকে আমরা ‘সদু’ বলেই চিনেছি; ধ্যান-ধারণা,  চিন্তায় সে আর দশটা নারীর চেয়ে একেবারে ভিন্ন— অসাধারণ এক মেয়ে। আমাদের এই খাপছাড়া সমাজে জন্মেও দেশের প্রতি দায়িত্বকে অবজ্ঞা করতে পারেনি। একদিকে স্বামী ডাকাত ভেবে খুঁজে বেড়াচ্ছে অনিলকে। অন্যদিকে পুলিশগিন্নি সদু স্বামীর অগোচরে সহযোগিতা করে চলেছে সেই অনিল বিপ্লবীকে, যাকে দেশের একজন সুসন্তান হিসেবে সে আখ্যায়িত করে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। ওয়ালিদ আহম্মেদ রানা, আজমেরী সুলতানা লাকী, তামান্না মেহের পপি, মো. হাবিবুর রহমান হাবিব, মো. মাইনুল ইসলাম, মো. মঈনুদ্দীন হাসান খোকন, মাসুদ আলম বাবু, শাকিল আহমেদ, রাজীব লোচন মণ্ডল, শহিদুল ইসলাম খোকন, মো. মোস্তাফিজুর রহমান রিপন, আবু তালেব মাসুম, ইতি, প্রেমা, রাজীব লোচন মণ্ডল।

গ্যালারি টুয়েন্টিওয়ানে ভাস্কর্যের প্রদর্শনী : শিল্পী অসীম হালদার সাগরের সিরামিকের ভাস্কর্য নিয়ে ধানমন্ডির গ্যালারি টুয়েন্টিওয়ানে শুরু হলো ‘মুভিং রুটস’ শীর্ষক একক ভাস্কর্য প্রদর্শনী। গতকাল বিকালে যৌথভাবে পক্ষকালব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম ও স্থপতি সালাউদ্দিন আহমেদ।

২৪ মে শুরু হচ্ছে নজরুল উৎসব : দ্রোহ, প্রেম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ২৪ মে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী নজরুল উৎসব। নজরুল একাডেমির আয়োজনে ওইদিন বিকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হবে এ উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলসংগীতের অ্যালবামের মোড়ক উন্মোচন, সম্মননা প্রদান, আলোচনাসহ নানা আয়োজন থাকবে। প্রধান অতিথি থেকে উৎসব উদ্বোধন করবেন সৈয়দ আবদুল হাদী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর