বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

সাত নারীর প্রতিবাদী ‘সাত’

দিনাজপুর প্রতিনিধি

সাত নারীর প্রতিবাদী ‘সাত’

নারীর অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরত বিশ্বের সাত নারী অধিকার কর্মীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রণীত নাটক ‘সাত’ দিনাজপুর নাট্য সমিতি গৃহে মঞ্চস্থ হয়েছে। ৩২টি দেশে মঞ্চস্থ এ প্রামাণ্য নাটকটি গত মঙ্গলবার রাতে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ ও ‘পল্লীশ্রী’র উদ্যোগে এবং ইউএন উইমেনের সহায়তায় প্রদর্শন করা হয়। যে সাত দেশের নারী চরিত্র নিয়ে এ নাটক— তারা হলেন, আফগানস্তানের ফরিদা আজিজি, উত্তর আয়ারল্যান্ডের ইমেজ ম্যাক কোরমাক, রশিয়ার মারিনা পিস প্লাকোভা, গুয়েতেমালার আনাবেলা ডি লিওন, পাকিস্তানের কুখতার মাই, কম্বোডিয়ার মু সোচুয়া ও নাইজেরিয়ার হাফসাত এবিওলা। এই সাত চরিত্রে অভিনয় করেন দিনাজপুর জেলার সাতজন বিশিষ্ট ব্যক্তি যারা কখনই নাটকে অভিনয় করেননি। তারা হলেন— কাশী কুমার দাশ ঝন্টু, উইকেন জেলা কমিটির সদস্য ও চেঞ্জমেকার ব্রতচারী নৃত্যের প্রশিক্ষক প্রিয়াঙ্কা রায়, কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি, কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, রাজবাটী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভিন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন সারমিনাজ ইসলাম, জেলা মহিলা ও শিশুবিষয়ক কল্যাণ সমিতির সভাপতি শিখা ঘোষ।

নাট্যানুষ্ঠানে পল্লীশ্রীর সমন্বয়কারী শাহনাজ পারভীনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমাম।  বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক শাহজাহান শাহ, সহযোগী নির্দেশক নয়ন বার্টেল, পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, ইউএন উইমেনের সমন্বয়কারী মাহাতাবুল হাকিম, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, পল্লীশ্রীর সুরাইয়া আখতার প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর