ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, ঠেলা গাড়ি চালক, রাজমিস্ত্রি, বস্তিবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী, ভবঘুরে, ফকির, মিসকিনদের মধ্যে ইফতার বিতরণের মধ্যদিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছেন রাজধানীর বাসাবো সবুজবাগে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা। হাতে একটি টোকেন নিয়ে প্রতিদিন সন্ধ্যার আগ মুহূর্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান রোজাদার দরিদ্র নারী-পুরুষ ও শিশুরা। একে একে তাদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেওয়া হয়। এ মন্দির থেকে প্রতিদিন প্রায় ৫০০ জনের মধ্যে ইফতার বিতরণ করছেন। মানবতার সেবায় এখানে ৪০ জন বৌদ্ধ ভিক্ষু নিয়োজিত রয়েছেন। মন্দিরেই অবস্থিত রান্নাঘরে বেগুনি, আলুর চপ, পিয়াজু, ছোলা, মুড়ি, বুট ও জিলাপি তৈরি করা হয়। মন্দিরের সামনে অবস্থিত হারুন হোটেল পুরো ইফতার বানানোর কাজ তদারকি করছে। প্রতিদিন সকালে মন্দির থেকে হারুন হোটেলের ম্যানেজার কৃষ্ণপদ সাহাকে টাকা দিয়ে দেওয়া হয়। প্রতি প্যাকেটে প্রায় পঞ্চাশ টাকার মতো ইফতার থাকে। মন্দিরের উপপ্রধান বুদ্ধপ্রিয় মহাথেরো গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। সৌহার্দ-সম্প্রীতিটাই আসল কথা। কে বৌদ্ধ, কে মুসলিম, কে হিন্দু-খ্রিস্টান সেটা যার যার ধর্মে। গত ছয় বছর ধরে রোজার মাসে এই মন্দির থেকে ইফতারি দেওয়া হচ্ছে। মানবসেবা মহত কাজ। সে লক্ষ্যকে সামনে রেখে এ আয়োজন। রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করে আমরা খুব আনন্দ পাই, শান্তি পাই। অসাম্প্রদায়িক চেতনা থেকে আমরা এটি করি। তিনি আরও বলেন, সবার উপরে মানুষ সত্য বলে আমরা মনে করি। বৌদ্ধদের মধ্যে বিত্তশালীদের প্রদান করা অর্থে এ ইফতারের টাকা সংগ্রহ করা হচ্ছে। এ মন্দিরে ৪০ জন বৌদ্ধভিক্ষু অবিবাহিত। তাদের ধর্মে সংসার ধর্ম করলে বৌদ্ধভিক্ষু হওয়া যাবে না। তাই তারা ব্যক্তি জীবনের সুখ-শান্তি বিষর্জন দিয়েছেন। পুরো জীবনটা মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় এই ইফতার আয়োজন। মানবতার সেবাই সবচেয়ে উত্তম ধর্ম। সেই দায়িত্ববোধ থেকেই পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতার বিতরণ করা হয় বলে জানান বৌধভিক্ষুরা। গতকাল বৌদ্ধ মন্দিরে ইফতার নিতে আসেন ইসমাইল, ফরহাদ, আবদুর রহমান, ময়ফুল বেগম, হাসিনা, রিয়া রহমান, আমেনা, ফজলুর রহমান, গুলবাহার, জরিনা, মাহফুজা, আলেয়া ও আমেনা। এদের মধ্যে কেউ বাসা-বাড়িতে কাজ করেন কেউ রিকশা চালান, কেউবা রাজমিস্ত্রি অবার কেউ ঠেলা ঠেলেন। প্রায় প্রতি বছরই তারা এখানে ইফতার নিতে আসেন বলে জানান। ১৯৬০ সালে বিশুদ্ধানন্দ মহাথেরো এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
ইফতার বাজার
সম্প্রীতির নজির বৌদ্ধ ভিক্ষুদের
বাদল নূর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম