গাজীপুরে ভাষাশহীদ আবদুল জব্বারের নাতি ও শিক্ষানবিস আইনজীবী সোহেলকে হত্যার দায়ে এক নারী ও তার তিন ছেলেসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলার বাউফল থানার মধ্য মদনপুরা মীরাবাড়ী এলাকার আবদুর রউফের স্ত্রী মোসাম্মৎ আমেনা বেগম, তার তিন ছেলে মো. বাপ্পী, মো. তিথি ও মো. সজল এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিথি ও বাদল আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর শহরের রথখোলা এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন গাজীপুর জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মচারী মো. সোহরাব উদ্দিন ভাণ্ডারী। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার পাচুয়া গ্রামে। পূর্বশত্রুতার জের ধরে ২০০৮ সালের ৯ মার্চ সন্ধ্যায় মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে ছায়াবীথি এলাকায় নিয়ে আসামিরা সোহরাব ভাণ্ডারীর ছেলে শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে ঢাকার ইস্টার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে সোহেল মারা যান। এ ঘটনায় সোহেলের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেন। নিহত সোহেল ভাষাশহীদ আবদুল জব্বারের নাতি। তদন্ত শেষে একই বছরের ১০ জুলাই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। প্রায় আট বছর ওই মামলায় শুনানি ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া রায় ঘোষণা করেন। আসামিরা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মকবুল হোসেন কাজল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল আমিন ও মোহাম্মদ আলী।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
আইনজীবী হত্যায় পাঁচজনের ফাঁসি
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম