ঢাকার আশুলিয়ায় মায়ের সামনে সুমন শিকদার (৩০) নামের এক গার্মেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিন ভাই মিলে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে ওই ব্যবসায়ীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ব্যবসায়ীর নিজ বাড়ির সামনে এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহত ব্যবসায়ীর মা আনোয়ারা বেগম বলেন, রাতে তার ছেলে সুমন বাসায় ঘুমাচ্ছিলেন। রাত পৌনে ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে সুমন বাইরে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে টেনে-হিঁচড়ে বাড়ির সামনে একটি সড়কে নিয়ে যায়। তিন ভাইসহ ৮-১০ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের চিৎকারে তার মা এগিয়ে এলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে। পরে মায়ের সামনেই তিন ভাই ও তাদের সহযোগীরা মিলে সুমনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বাড়ি থেকে পালিয়ে যায়। নিহত ব্যবসায়ীর মা অভিযোগ করে বলেন, বেশ কয়েক দিন ধরে একই এলাকার ফিরোজের তিন ছেলে সন্ত্রাসী এরশাদ, নজরুল ও জহির তার ছেলে সুমনের কাছে চাঁদা দাবি করে আসছিল। সুমন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। এ কারণে বুধবার দিবাগত গভীর রাতে সন্ত্রাসীরা সুমনকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শামিম জানান, নিহতের কাঁধে, পিঠে, পেটে ও পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেখে মনে হয়েছে তাকে চাপাতি, রামদা কিংবা চায়নিজ কুড়াল দিয়ে কোপানো হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে হত্যাকারীদের বাড়ি থেকে রক্তমাখা কাপাড় ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
আশুলিয়ায় মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা
সাভার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম