রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গুলশান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রতিদিনই গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের সঙ্গে শ্রদ্ধা জানাতে আসছেন দেশের ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর মানুষ। গতকাল গুলশান ৭৯ নম্বর রোডের মাথায় পুলিশের ব্যারিকেডের সামনে গারো স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন চিরান’র কর্মীরা ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান।

গতকাল সকালে শ্রদ্ধা নিবেদনের সময় নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়াও অনেকেই এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। ‘বাঁধন চিরান’র কর্মীরা গণমাধ্যমকে বলেন, আমরা এখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এ ঘটনায় দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই।

ত্রিপাল চিসিম নামের এক গারো স্বেচ্ছাসেবী    বলেন, আমরা শুধু শ্রদ্ধা নিবেদন নয়, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এসেছি। সবাই একত্রিত হয়ে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

সর্বশেষ খবর