রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

খুলনা কারাগারে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলা কারাগারের ভিতরে গতকাল রাত ৯টার দিকে ককটেল ছোড়া হয়েছে। ককটেলটি বিকট শব্দে কারা অভ্যন্তরে একটি নিম গাছের ওপর বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম। তিনি মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কারাগারের সীমানা লাগোয়া সড়ক থেকে ককটেলটি ছোড়া হয়েছিল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের কিছু অংশ লাল স্কচটেপ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য এ ককটেল হামলা হয়েছে। গত ৭ জুন খুলনা জেলা কারাগারের জেলারের বাসভবনের সামনে বোমা বিস্ফোরিত হয়েছিল। রাত পৌনে ৯টার দিকে তারাবির নামাজ চলার সময় কারাগার থেকে ১০ গজ দূরে জেলার মো. জান্নাতুল ফরহাদের সরকারি বাসভবনের সামনে ওই ঘটনা ঘটে। ১৬ মে জেল সুপার মো. কামরুল ইসলামের বাসভবন চত্বরে তার সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি সপরিবারে গাড়িতে ছিলেন এবং অল্পের জন্য রক্ষা পান।

সর্বশেষ খবর