চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া, কদমরসুল ও খানখানাবাদ গ্রামের প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে নেওয়া হয়েছে ২ কোটি ৪১ লাখ টাকায় রিং বাঁধ নির্মাণ প্রকল্প। জোয়ার-ভাটার প্রবল স্রোত ঠেকাতে তৈরি করা হচ্ছে তিন কিলোমিটার দৈর্ঘ্যের অস্থায়ী বেড়িবাঁধ। তবে এটি লোহা-সিমেন্ট-কংক্রিটের নয়, তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। ইতিমধ্যে খানখানাবাদ ও কদমরসুল গ্রামে বাঁশ ও গাছের খুঁটি দিয়ে (স্থানীয় ভাষায় বল্লি) বাঁধ নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিন কিলোমিটারের বাঁধটির জন্য সরকার ২ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ টাকা দিয়ে আধুনিক মানের বাঁধ নির্মাণ করা হচ্ছে না। বাঁশ ও খুঁটি দিয়ে বাঁধ নির্মাণ করলে জোয়ার-ভাটার প্রবল স্রোতে তা অল্পদিনের মধ্যেই ফের পানিতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমাসিয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলী বলেন, পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প কর্তৃপক্ষ বলছে, দরপত্রের শিডিউলে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণের কথা উল্লেখ আছে। কিন্তু এখন পর্যন্ত তা কাউকে দেখাতে পারেনি, দেখাচ্ছেও না। তাই অনেক অনিয়মের আশঙ্কা রয়েছে এখানে। তাছাড়া এখানে পানি বেশি ঢুকে প্রেমাসিয়া গ্রাম দিয়ে। কিন্তু বাঁধের কাজ শুরু হয়েছে অপর দুই গ্রাম দিয়ে। ফলে কাজ চলাকালীন প্রেমাসিয়া দিয়ে জোয়ার-ভাটার পানি ঢোকে নির্মাণাধীন বাঁধ নষ্ট হচ্ছে। খানখানাবাদের ইউপির চেয়ারম্যান আবু ছিদ্দিক আবু বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের কপালে লিখন। তাই সরকার টাকা বরাদ্দ দিলেও আমরা প্রয়োজনীয় উন্নয়ন পাই না। কিছু মানুষের পকেটের উন্নয়ন হয়। কারণ আমার ইউপিতে বেড়িবাঁধ হচ্ছে, অথচ আমি জানি না। সরকারি বরাদ্দে বাঁধ হচ্ছে, তবে তা বাঁশ গাছের। যা প্রবল জোয়ারের পানিতে সহজেই ভেসে যেতে পারে। ফলে পানি উন্নয়ন বোর্ডের টাকা পানিতেই যাবে।’ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খ.ম জুলফিকার তারেক বলেন, ‘বাঁধটির নকশা করেছে আমাদের ডিজাইন বিভাগ। সেখানে বিশেষজ্ঞরাই এ বাঁধটির নকশা করেছেন। ফলে কি দিয়ে কীভাবে এটি করলে টেকসই হবে তা তারাই ভালো বুঝবেন। তবে আমি মনে করি এটি টেকসই হবে। তাছাড়া আগামী ডিসেম্বরে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।’ প্রসঙ্গত, গত ২২ মে ঘূর্ণিঝড় রোয়ানুতে উপকূলীয় উপজেলা বাঁশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে সাতজন নিহতসহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় ১ হাজার ৩০৫ একর। ৪০ হাজার হাঁস-মুরগি ও গবাদি পশু মারা যায় ৬০টি। ক্ষতিগ্রস্ত হয় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩টি মসজিদ। ৭ কিলোমিটার সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও আংশিক ক্ষতিগ্রস্ত হয় ১৫ কিলোমিটার সড়ক। সরাসরি ক্ষতিগ্রস্ত হয় ৫২ হাজার পরিবার। গত ২৩ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপকূলীয় এলাকা পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
এবার বাঁশ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন