সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের সঙ্গে। এ চুক্তির পর থেকে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটনের নতুন সম্ভাবনা দেখতে শুরু করেছেন সিলেটের মানুষ। মহাসড়কটি শুধু যোগাযোগের ক্ষেত্রে নয়, এর মাধ্যমে শিল্পায়নে পিছিয়ে পড়া সিলেটে ঘটতে পারে শিল্পবিপ্লব। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যে মহাসড়কটি অর্থনৈতিক করিডরের ভূমিকাও পালন করতে পারে— এমনটা প্রত্যাশা ব্যবসায়ী নেতাদের। সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনের দাবি সিলেটের মানুষের দীর্ঘদিনের। ৯ অক্টোবর চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূরণ হতে চলেছে এ দাবি। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২২৬ কিলোমিটার চার লেনের এই মহাসড়ক প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা শিগগিরই। আর প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সাল পর্যন্ত। ২০১৯ সালের শুরুতেই যান চলাচলের জন্য চার লেনের সড়কটি খুলে দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে। চার লেনের প্রকল্পটি বাস্তবায়িত হলে কমে আসবে ঢাকার সঙ্গে সিলেটের যাতায়াতের সময়। এতে একদিকে সিলেটে যেমন বাড়বে পর্যটকের সংখ্যা, তেমন বিকাশ ঘটবে পর্যটনশিল্প এবং এ খাতের ব্যবসার— এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এ ব্যাপারে সিলেট এক্সেলসিয়র রিসোর্ট ও পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক চার লেন হলে কমে আসবে যাতায়াতের সময়। যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে বাড়বে পর্যটকদের আগমন। এতে সিলেটের পর্যটনশিল্পের বিকাশ ও সংশ্লিষ্ট ব্যবসারও প্রসার ঘটবে। সিলেট হোটেল অ্যান্ড গেস্টহাউস ওনার্স গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সুমাত নূরী জুয়েল বলেন, সিলেটে প্রতি বছর নতুন নতুন পর্যটন কেন্দ্র আবিষ্কৃত হচ্ছে। এতে দেশীয় পর্যটকের সংখ্যাও দিন দিন বাড়ছে। মহাসড়ক চার লেন হলে সিলেটের পর্যটনের প্রকৃত বিকাশ ঘটবে। এ ছাড়া সিলেট-ঢাকা মহাসড়কের সঙ্গে সিলেট-তামাবিল মহাসড়কও চার লেন করা গেলে যারা ভারতের শিলংয়ে বেড়াতে যান তাদেরও সিলেটের প্রতি আকৃষ্ট করা যাবে। এতে বিদেশি পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাবে। মহাসড়কটি চার লেনে উন্নীত হলে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে না, এর সঙ্গে এগিয়ে যাবে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও মহাসড়কটিকে অর্থনৈতিক করিডর হিসেবে ব্যবহার করা যাবে বলে মনে করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। তিনি বলেন, সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ইলেকট্রনিকস সিটি হচ্ছে। সিলেট-ঢাকা মহাসড়কটি চার লেন হলে সিলেটের প্রবাসীরাও বিনিয়োগে এগিয়ে আসবেন। এতে শিল্পায়নে পিছিয়ে পড়া সিলেট অনেক এগিয়ে যাবে। এ ছাড়া ভারত, ভুটান ও নেপালের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই মহাসড়কটিকে অর্থনৈতিক করিডর হিসেবেও ব্যবহার করা যাবে। চার লেনের মহাসড়ক হলে সিলেটে পর্যটনশিল্পের যে বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে, তাতে অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে গার্মেন্টস খাতকেও এটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করতে প্রয়োজন পড়বে জমি অধিগ্রহণের। এই অধিগ্রহণে কোনো ধরনের জটিলতা দেখা দিলে নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কটির কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। এজন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের খেয়াল রাখারও পরামর্শ দিয়েছেন সিলেট-ঢাকা মহাসড়ক চার লেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
চার লেনের মহাসড়কে বদলে যাবে সিলেট
যান চলাচল খুলে দেওয়া হবে ২০১৯ সালেই
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর