রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারসহ চার দফা দাবিতে গতকাল অর্ধদিবস হরতাল পালন করেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন।
এ সময় নগরীর ব্যস্ততম আরডিএ মার্কেটের সামনে অবস্থান নেন নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। তারা সাহেববাজার জিরোপয়েন্টে সড়ক অবরোধ করেন। নজিরবিহীন এ হরতালে দুপুর ১২টা পর্যন্ত কোনো দোকানপাট খোলেনি। হোটেল রেস্টুরেন্টও বন্ধ ছিল। হরতালে ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, যেভাবে হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ট্যাক্স বাড়ানো হয়েছে, তা যৌক্তিক হয়নি। ব্যবসায়ীরা জানিয়েছেন, শিগগিরই রাজশাহী সিটি করপোরেশন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।