বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নাজমুল হুদাকে নিয়ে পুলিশি ষড়যন্ত্র চলছেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে নিয়ে পুলিশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, সরকারের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব সৃষ্টি করতে পরিকল্পিতভাবে পুলিশের একটি গ্রুপ এই চক্রান্তে লিপ্ত। যে কারণে তারা নাজমুলের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন মামলা দিচ্ছে। নাজমুল ইস্যু যত বেশি বিশ্ব মিডিয়ায় ছড়াচ্ছে পুলিশ ঠিক ততটাই নাজমুলের বিরুদ্ধে প্যান্ট চুরিসহ বিভিন্ন মামলা দায়ের করছে। প্রথমে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত ২৩ ডিসেম্বর নাজমুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজত এবং কারা প্রকোষ্ঠে এরই মধ্যে নাজমুলের এক মাস পেরিয়ে গেছে। সিনিয়র এক সাংবাদিক  নেতা বলেন, দেশে এই মুহূর্তে কোনো ইস্যু নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম যখন ইতিবাচক ভূমিকা পালন করবে, ঠিক তখনই হঠাৎ করেই ইস্যু তৈরির চেষ্টা করছে পুলিশ। নাজমুলকে জড়ানো হচ্ছে নিত্যনতুন মামলায়। নাজমুলের অবিলম্বে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার। জার্মানভিত্তিক বার্তা সংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদনে সাভারের পুলিশের বিরুদ্ধে নাজমুল হুদার মামলার এজাহারে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া নাজমুলের নিঃশর্ত মুক্তি দাবিতে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নাজমুলের পরিবারের সদস্যদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাজমুল একাধিক রিপোর্ট করেন। এসব রিপোর্টের কারণে ক্ষুব্ধ হন পুলিশ কর্মকর্তারা। তারা নাজমুলকে আইনের আওতায় আনতে চেষ্টা করেন। একপর্যায়ে গত ২৩ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। ২৪ ডিসেম্বর আশুলিয়া থানায় আইসিটি আইনে নাজমুলের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ইতিমধ্যে নাজমুলকে দুই দিনের রিমান্ডে নিয়েছিল ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। নাজমুলের পরিবার আরও জানায়, গ্রেফতারের আগের দিন ২২ ডিসেম্বর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নাজমুলের কথা কাটাকাটি হয়। তারা নাজমুলকে গার্মেন্ট নিয়ে কোনো নিউজ না করতে হুমকি দেন। সব স্বাভাবিক রয়েছে এই মর্মে নিউজ করতে পুলিশ কর্মকর্তারা নির্দেশ দেন। পরদিন আবার গার্মেন্ট নিয়ে নিউজ করলে ওই পুলিশ কর্মকর্তারা ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাদের সঙ্গে আরেক দফা বাকবিতণ্ডা হয়। পুলিশের ওই কর্মকর্তারা নাজমুলকে শাসিয়ে চলে যান। ওই দিন সন্ধ্যায়ই নাজমুলকে আটক করা হয়।

সর্বশেষ খবর