বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হঠাৎ ইন্টার্নদের কর্মবিরতিতে বন্ধ রাজশাহী মেডিকেল

রোগীদের ভোগান্তির শেষ নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কোনো ঘোষণা ছাড়াই ‘লাঞ্ছিত হওয়ার অভিযোগে’ কর্মবিরতিতে নেমেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম বলেন, ‘ঠিক কর্মবিরতি নয়, ইন্টার্ন চিকিৎসকরা কোনো কোনো ওয়ার্ডে আছেন আবার নেইও। মঙ্গলবারের বিষয়টি নিয়ে একটু সমস্যা হয়েছে। তাদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’ রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে রামেক হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে নগরীর সাধুর মোড় রানীনগরের চাঁদ সরদারের ছেলে শাহীন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়। রোগীর স্বজনদের দাবি, দায়িত্বে অবহেলা ও সুচিকিৎসা না হওয়ায় শাহীনের মৃত্যু হয়। দায়িত্বে অবহেলার বিষয় নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মাহফুজুর রহমানের সঙ্গে নিহতের স্বজনদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কোনো ঘোষণা ছাড়াই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে পুলিশ গিয়ে রোগীর স্বজন রানীনগরের সাইদুর রহমানের ছেলে সিথিল (২৫) ও আহমদ আলীর ছেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আবু বকরকে আটক করে নিয়ে আসে।

সর্বশেষ খবর