দুই বছর অতিরিক্ত বিচারপতির দায়িত্ব পালনের পরও হাই কোর্টে স্থায়ী হিসেবে নিয়োগ না পাওয়া মো. ফরিদ আহমদ শিবলীর পক্ষে যে রিট আবেদন দায়ের করা হয়েছিল, শুনানি শেষে তা নিষ্পত্তি করে দিয়েছে আদালত। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত বলেছে, অনুরূপ বিষয়ে এর আগে স্থায়ী বিচারপতি হিসেবে বাদ পড়া এ বি এম আলতাফ হোসেনের আবেদন আপিল বিভাগে বিচারাধীন। তাই ফরিদ আহমদ শিবলীর আবেদনে হাই কোর্ট কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আদেশের পর মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, কিছু পর্যবেক্ষণসহ আদালত আবেদনটি নিষ্পত্তি করেছে। পর্যবেক্ষণে বলা হয়েছে, এর আগে অতিরিক্ত ১০ বিচারকের বিষয়ে আপিল বিভাগের নির্দেশনায় বলা হয়, বিচারক নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রধান বিচারপতির সুপারিশ প্রাধান্য পাবে। আর যদি নিয়োগ পাওয়ার অযোগ্য হন, সেক্ষেত্রে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত প্রাধান্য পাবে। এক্ষেত্রে অযোগ্যতার বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। মনজিল মোরসেদ বলেন, অনুরূপ ঘটনায় করা একটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন। তাই হাই কোর্ট বলেছে, ফরিদ আহমদ শিবলীর বিষয়টির নিষ্পত্তিও আপিল বিভাগে হওয়া প্রয়োজন। এর আগে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটে মো. ফরিদ আহমদ শিবলীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এবং তাকে কেন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে না তা জানাতে রুল চাওয়া হয়। রিটে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি ফরিদ আহমদ শিবলীসহ ১০ জন হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর দায়িত্ব পালনের পর গত ৭ ফেব্রুয়ারি তাদের মধ্য থেকে আটজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রিট দায়েরের পর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ সর্বাধিক গুরুত্ব পাবে। প্রধান বিচারপতির সুপারিশ থাকার পরও ফরিদ আহমদ শিবলীকে বাদ দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
স্থায়ী বিচারপতি নিয়োগ না পাওয়ায় করা রিটের নিষ্পত্তি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর