ভারতে পালিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে ধরা পড়লেন মাসুদ রানা ওরফে আশিক। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে র্যাব-৩-এর একটি দল তাকে গ্রেফতার করে। ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর রাজধানীর পল্টনের ৩৭/২ নম্বর পল্টন টাওয়ারের দ্বিতীয় তলায় তার এপিএস কামরুজ্জামান হীরার অফিসে রূপগঞ্জের ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেনকে গুলি করে পালিয়ে যান মাসুদ রানা ও তার লোকজন। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এ সময় গুলি করার পর সিসি ক্যামেরায় ধারণকৃত মাসুদ রানাসহ অন্যদের পালিয়ে যাওয়ার দৃশ্যও গণমাধ্যম কর্মীদের দেখানো হয়। র্যাব-৩ অধিনায়ক বলেন, এলাকায় আধিপত্য নিয়ে গুলিবিদ্ধ মোশাররফ ও মাসুদ রানার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। গুলির ঘটনার তিন দিন আগে নারায়ণগঞ্জের ভুলতা থানায় চোরাই গাড়ির মালিকদের ছাড়িয়ে নিতে গিয়ে মাসুদ ও মোশাররফের কথাকাটাকাটি হয়। ঘটনার দিন সকালেও রূপগঞ্জের পার্শ্ববর্তী ৩০০ ফুট রাস্তায় মাসুদ ও মোশাররফ প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় তারা একে অন্যকে দেখে নেওয়ার হুমকিও দেন। মাসুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয় লে. কর্নেল তুহিন বলেন, ২০১৫ সালের ৩১ জানুয়ারি একটি পিস্তল ও আটটি রামদাসহ দুই সহযোগীর সঙ্গে র্যাবের হাতে গ্রেফতার হন মাসুদ। কারাগারে থাকা অবস্থায় বাদশা নামের এক বন্দীর মাধ্যমে তার পরিচয় হয় মোহাম্মদপুরের অস্ত্র ব্যবসায়ী রাইফেল আলমগীরের সঙ্গে। গুলির ঘটনার তিন-চার দিন আগের প্রতিটি ঘটনার সময় মাসুদের সঙ্গে ছিলেন আলমগীর। এই আলমগীরের দেওয়া দুটি ৭.৬৫ মিমি অস্ত্র দিয়েই মোশাররফকে গুলি করেন মাসুদ। এক প্রশ্নের জবাবে র্যাব-৩ অধিনায়ক বলেন, ‘১২ ফেব্রুয়ারি সকালে ৩০০ ফুট রাস্তায় ঝামেলা হওয়ার পরই মোশাররফকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন মাসুদ। আলমগীরের কাছ থেকে তিনি অস্ত্র পান দুপুরে। বিকালেই তার টার্গেট বাস্তবায়ন করেন। রাইফেল আলমগীর ঘটনাস্থলে না গেলেও গাড়ি নিয়ে মত্স্য ভবন এলাকায় অপেক্ষা করছিলেন। তবে পল্টন টাওয়ারে মোশাররফ যাবেন এটা আগে থেকেই জানতেন বলে দাবি করেছেন মাসুদ। আজ (বৃহস্পতিবার) সকালে তাকে গ্রেফতার করা সম্ভব না হলে হয়তো আজই তিনি পার্শ্ববর্তী দেশে চলে যেতেন। এখন মাসুদের সঙ্গীদেরও আইনের আওতায় আনার চেষ্টা করছি আমরা।’ সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১২ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৪১ মিনিটে মাসুদসহ তার সঙ্গে থাকা দুই সহযোগী একে একে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। ভবনের নিচে নামার পর তারা প্রত্যেকে আলাদা সিএনজি অটোরিকশায় বিভিন্ন জায়গায় চলে যান।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
পল্টন টাওয়ারে গুলি
সীমান্ত পার হওয়ার আগেই ধরা পড়ল মাসুদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর