বাগেরহাটের পূর্ব সুন্দরবনের নদী ও খালে শিকার নিষিদ্ধ প্রজনন মৌসুমের শেষ ভাগে এসে নির্বিচারে রপ্তানি পণ্য শিলা কাঁকড়া আহরণের মহোৎসব শুরু হয়েছে। জানা গেছে, বিশ্ববাজারে সুন্দরবনের ডিমওয়ালা শিলা কাঁকড়ার উচ্চমূল্য ও ব্যাপক চাহিদা থাকায় জেলেরা এগুলো আহরণে নেমেছেন। তবে এর পেছনে রয়েছেন বনবিভাগের স্বার্থান্বেষী কতিপয় কর্মকর্তা ও কর্মচারী। এরাই এ আহরণে সহায়তা দিচ্ছেন। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, প্রায় সারা বছরই মংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ, দাকোপ, কয়রাসহ সুন্দরবন সংলগ্ন এলাকার বিপুলসংখ্যক বনজীবী সুন্দরবনে শিলাসহ বিভিন্ন প্রজাতির কাঁকড়া ধরে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। এসব বনজীবীরা সরকারকে রাজস্ব দিয়ে বনবিভাগের কাছ থেকে বৈধ পারমিট নিয়ে সুন্দবনের কাঁকড়া ধরেন। তবে প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস কাঁকড়ার ভরা প্রজনন মৌসুম হওয়ায় বনবিভাগ এ সময় কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। এবারও তা করা হয়। কিন্তু অসাধু মহাজনরা বনবিভাগের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ করে এখন ডিমওয়ালা শিলা কাঁকড়াসহ সব ধরনের কাঁকড়া শিকারে নেমেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে ও বনজীবী স্বীকার করে বলেন, ‘চুক্তি করে বনবিভাগের স্টেশন অফিস থেকে ঘুষের টাকা দিয়ে সাদা মাছের পারমিট নিলেও বনে গিয়ে শিলা কাঁকড়া ধরে থাকি। তা ছাড়া টহলরত ফরেস্টারদের সঙ্গেও চুক্তি থাকে। যে কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা বনে প্রবেশ করার আগেই জেলেদের খবর জানিয়ে দেওয়া হয়। এ সময় জেলেরা গভীর বনের খালে লুকিয়ে থাকেন। এভাবেই সুন্দরবনে শিলাসহ অন্যসব প্রজাতির কাঁকড়া ধরা হচ্ছে।’ আরও জানা গেছে, অনেক জেলে কোনো পাস-পারমিট না করেও বনবিভাগকে ম্যানেজ করে শিলা কাঁকড়া ধরছেন। সুন্দরবনের প্রাণ-প্রকৃতি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ ড. শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া শিকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার বা বনবিভাগ কেউই ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই ম্যানগ্রোভ বনের প্রাণ-প্রকৃতি রক্ষায় আন্তরিক নয়। এভাবে শিলা কাঁকড়া আহরণ করার ফলে কাঁকড়ার ভাণ্ডারখ্যাত সুন্দরবন থেকে লাল টুকটুকে কাঁকড়ার বিলুপ্তি ঘটবে। এতে সুন্দরবনের প্রাণ-প্রকৃতিতে বিরূপ প্রভাবসহ আন্তর্জাতিক বাজারে বিপুল চাহিদা থাকা শিলা কাঁকড়া নামের রপ্তানি পণ্যটিরও অস্তিত্ব বিলোপ হবে।
শিরোনাম
- 'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া' নীতি কার্যকরসহ ৩৯ দাবি
- সিলেটে আট দফা দাবিতে রেলপথ অবরোধ
- ৮ দফা দাবিতে মগবাজারে ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
- ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে
- ঝিনাইদহে সাবেক হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
- সাদাপাথর যাওয়া হলো না পর্যটক জিয়াউলের
- সিলেটে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের
- মেহেরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
- ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ কানাডার প্রধানমন্ত্রীর
- এক রাতে ইউক্রেনের ৯৮ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
- কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার
- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন, সম্পাদক রিটন
- পার্লামেন্টারি বিতর্কের মধ্য দিয়ে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু
- ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল
- সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স: উপ-প্রেসসচিব
- দ্বার খুললেও সেন্টমার্টিন যায়নি পর্যটকবাহী জাহাজ, হতাশ পর্যটকরা
- ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস, শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ
- নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে, বললেন ট্রাম্প
- সুদানের এল-ফাশেরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
- ক্যালিফোর্নিয়া মিউজিয়াম থেকে হাজারের বেশি ঐতিহাসিক নিদর্শন চুরি