সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের বাড়িতে হামলার অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টুসহ যুবলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শহরের মল্লিকপুরে এমপি রতনের বাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালানো হয়। হামলার সময় এমপি রতন ছিলেন না। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ জেলা যুবলীগের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। বাড়ির কেয়ারটেকার সৈয়দ সুজন বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, যুবলীগ নেতা ইস্পাহানী প্রমুখ। হামলায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলা, মামলা ও গ্রেফতার ঘটনার পর শহরজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, ‘আমি শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসলরক্ষা বাঁধের অনিয়ম ও কাজের ধীরগতি নিয়ে কথা বলায় দুর্নীতিবাজ ঠিকাদারের লোকজনের পক্ষ নিয়ে সদর থানা যুবলীগ সভাপতি উজ্জ্বলের নেতৃত্বে আমাকে হত্যার উদ্দেশ্যে বাসায় হামলা চালানো হয়।’ সদর থানা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল বলেন, ‘এমপি রতনের বাসায় হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে হয়রানির জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর আগেও আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছিল।’ সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু বলেন, ‘তার নির্বাচনী এলাকায় খেয়ালখুশিমতো যুবলীগের কমিটি করতে ব্যর্থ হয়ে এ হামলার ঘটনায় আমাকে ও যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়েছেন এমপি রতন।’ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতনের বাসায় হামলার ঘটনার সঙ্গে যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। আমার মনে হয় হামলার ঘটনাটি সাজানো।’ সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতনের বাসার প্রধান ফটকের লাইট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বাসার ভিতরে ঢিল ছোড়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। জড়িদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
সুনামগঞ্জে রতন এমপির বাড়িতে হামলা গ্রেফতার ৫
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর