সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের বাড়িতে হামলার অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টুসহ যুবলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শহরের মল্লিকপুরে এমপি রতনের বাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালানো হয়। হামলার সময় এমপি রতন ছিলেন না। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ জেলা যুবলীগের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। বাড়ির কেয়ারটেকার সৈয়দ সুজন বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, যুবলীগ নেতা ইস্পাহানী প্রমুখ। হামলায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলা, মামলা ও গ্রেফতার ঘটনার পর শহরজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, ‘আমি শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসলরক্ষা বাঁধের অনিয়ম ও কাজের ধীরগতি নিয়ে কথা বলায় দুর্নীতিবাজ ঠিকাদারের লোকজনের পক্ষ নিয়ে সদর থানা যুবলীগ সভাপতি উজ্জ্বলের নেতৃত্বে আমাকে হত্যার উদ্দেশ্যে বাসায় হামলা চালানো হয়।’ সদর থানা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল বলেন, ‘এমপি রতনের বাসায় হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে হয়রানির জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর আগেও আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছিল।’ সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু বলেন, ‘তার নির্বাচনী এলাকায় খেয়ালখুশিমতো যুবলীগের কমিটি করতে ব্যর্থ হয়ে এ হামলার ঘটনায় আমাকে ও যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়েছেন এমপি রতন।’ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতনের বাসায় হামলার ঘটনার সঙ্গে যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। আমার মনে হয় হামলার ঘটনাটি সাজানো।’ সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতনের বাসার প্রধান ফটকের লাইট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বাসার ভিতরে ঢিল ছোড়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। জড়িদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে