সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের বাড়িতে হামলার অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টুসহ যুবলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শহরের মল্লিকপুরে এমপি রতনের বাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালানো হয়। হামলার সময় এমপি রতন ছিলেন না। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ জেলা যুবলীগের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। বাড়ির কেয়ারটেকার সৈয়দ সুজন বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, যুবলীগ নেতা ইস্পাহানী প্রমুখ। হামলায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলা, মামলা ও গ্রেফতার ঘটনার পর শহরজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, ‘আমি শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসলরক্ষা বাঁধের অনিয়ম ও কাজের ধীরগতি নিয়ে কথা বলায় দুর্নীতিবাজ ঠিকাদারের লোকজনের পক্ষ নিয়ে সদর থানা যুবলীগ সভাপতি উজ্জ্বলের নেতৃত্বে আমাকে হত্যার উদ্দেশ্যে বাসায় হামলা চালানো হয়।’ সদর থানা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল বলেন, ‘এমপি রতনের বাসায় হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে হয়রানির জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর আগেও আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছিল।’ সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু বলেন, ‘তার নির্বাচনী এলাকায় খেয়ালখুশিমতো যুবলীগের কমিটি করতে ব্যর্থ হয়ে এ হামলার ঘটনায় আমাকে ও যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়েছেন এমপি রতন।’ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতনের বাসায় হামলার ঘটনার সঙ্গে যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। আমার মনে হয় হামলার ঘটনাটি সাজানো।’ সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতনের বাসার প্রধান ফটকের লাইট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বাসার ভিতরে ঢিল ছোড়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। জড়িদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’