কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ২৭ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল সমন্বয়ক থাকবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গতকাল রাতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে নির্বাচনী বিধি মোতাবেক যারা সিটি নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন, এমন ২৭ জন নেতাকে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন এনামুল হক শামীম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদকের নির্দেশে নারায়ণগঞ্জ সিটির মতো কুমিল্লাতেও দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ঐক্যবদ্ধভাবে স্থানীয় নেতা-কর্মীদের মাঠে নামাতে কেন্দ্রের নেতাদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। আশা করি নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও আমাদের দলীয় প্রার্থী বিজয়ী হবে। আমরা সে জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানোর প্রক্রিয়া শুরু করেছি।’ তিনি বলেন, কেন্দ্রের এই ২৭ জন নেতাকে দিয়ে স্থানীয়ভাবে গঠিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের গঠিত টিমগুলো সমন্বয় করা হয়েছে। গতকাল রাতে দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছি। সে জন্য কেন্দ্রীয় টিম গঠন করা হচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর আমরা সেখানে দায়িত্ব পালন করব। মূল সমন্বয়কের দায়িত্বে থাকবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।’ জানা গেছে, কমিটির দায়িত্বে রয়েছেন কাজী জাফরউল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডা. রোকেয়া সুলতানা, হারুনুর রশিদ, শামসুন্নাহার চাঁপা, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বদর উদ্দীন আহমদ কামরান, আখতারুজ্জামান, নুরুল ইসলাম ঠান্ডু, রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি, মেরিনা জামান, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু, নজিবুল্লাহ হিরু প্রমুখ। এ ছাড়া যারা এমপি ও মন্ত্রী নন তাদের দায়িত্ব দেওয়া হবে। এ তালিকায় যুক্ত করা হতে পারে সাবেক ছাত্রলীগের শীর্ষ নেতা ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের।
শিরোনাম
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
কুমিল্লায় সীমার পক্ষে ২৭ নেতাকে দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর