কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ২৭ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল সমন্বয়ক থাকবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গতকাল রাতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে নির্বাচনী বিধি মোতাবেক যারা সিটি নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন, এমন ২৭ জন নেতাকে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন এনামুল হক শামীম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদকের নির্দেশে নারায়ণগঞ্জ সিটির মতো কুমিল্লাতেও দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ঐক্যবদ্ধভাবে স্থানীয় নেতা-কর্মীদের মাঠে নামাতে কেন্দ্রের নেতাদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। আশা করি নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও আমাদের দলীয় প্রার্থী বিজয়ী হবে। আমরা সে জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানোর প্রক্রিয়া শুরু করেছি।’ তিনি বলেন, কেন্দ্রের এই ২৭ জন নেতাকে দিয়ে স্থানীয়ভাবে গঠিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের গঠিত টিমগুলো সমন্বয় করা হয়েছে। গতকাল রাতে দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছি। সে জন্য কেন্দ্রীয় টিম গঠন করা হচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর আমরা সেখানে দায়িত্ব পালন করব। মূল সমন্বয়কের দায়িত্বে থাকবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।’ জানা গেছে, কমিটির দায়িত্বে রয়েছেন কাজী জাফরউল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডা. রোকেয়া সুলতানা, হারুনুর রশিদ, শামসুন্নাহার চাঁপা, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বদর উদ্দীন আহমদ কামরান, আখতারুজ্জামান, নুরুল ইসলাম ঠান্ডু, রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি, মেরিনা জামান, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু, নজিবুল্লাহ হিরু প্রমুখ। এ ছাড়া যারা এমপি ও মন্ত্রী নন তাদের দায়িত্ব দেওয়া হবে। এ তালিকায় যুক্ত করা হতে পারে সাবেক ছাত্রলীগের শীর্ষ নেতা ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
কুমিল্লায় সীমার পক্ষে ২৭ নেতাকে দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর