কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ২৭ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল সমন্বয়ক থাকবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গতকাল রাতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে নির্বাচনী বিধি মোতাবেক যারা সিটি নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন, এমন ২৭ জন নেতাকে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন এনামুল হক শামীম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদকের নির্দেশে নারায়ণগঞ্জ সিটির মতো কুমিল্লাতেও দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ঐক্যবদ্ধভাবে স্থানীয় নেতা-কর্মীদের মাঠে নামাতে কেন্দ্রের নেতাদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। আশা করি নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও আমাদের দলীয় প্রার্থী বিজয়ী হবে। আমরা সে জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানোর প্রক্রিয়া শুরু করেছি।’ তিনি বলেন, কেন্দ্রের এই ২৭ জন নেতাকে দিয়ে স্থানীয়ভাবে গঠিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের গঠিত টিমগুলো সমন্বয় করা হয়েছে। গতকাল রাতে দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছি। সে জন্য কেন্দ্রীয় টিম গঠন করা হচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর আমরা সেখানে দায়িত্ব পালন করব। মূল সমন্বয়কের দায়িত্বে থাকবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।’ জানা গেছে, কমিটির দায়িত্বে রয়েছেন কাজী জাফরউল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডা. রোকেয়া সুলতানা, হারুনুর রশিদ, শামসুন্নাহার চাঁপা, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বদর উদ্দীন আহমদ কামরান, আখতারুজ্জামান, নুরুল ইসলাম ঠান্ডু, রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি, মেরিনা জামান, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু, নজিবুল্লাহ হিরু প্রমুখ। এ ছাড়া যারা এমপি ও মন্ত্রী নন তাদের দায়িত্ব দেওয়া হবে। এ তালিকায় যুক্ত করা হতে পারে সাবেক ছাত্রলীগের শীর্ষ নেতা ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লায় সীমার পক্ষে ২৭ নেতাকে দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর