কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ২৭ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল সমন্বয়ক থাকবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গতকাল রাতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে নির্বাচনী বিধি মোতাবেক যারা সিটি নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন, এমন ২৭ জন নেতাকে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন এনামুল হক শামীম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদকের নির্দেশে নারায়ণগঞ্জ সিটির মতো কুমিল্লাতেও দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ঐক্যবদ্ধভাবে স্থানীয় নেতা-কর্মীদের মাঠে নামাতে কেন্দ্রের নেতাদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। আশা করি নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও আমাদের দলীয় প্রার্থী বিজয়ী হবে। আমরা সে জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানোর প্রক্রিয়া শুরু করেছি।’ তিনি বলেন, কেন্দ্রের এই ২৭ জন নেতাকে দিয়ে স্থানীয়ভাবে গঠিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের গঠিত টিমগুলো সমন্বয় করা হয়েছে। গতকাল রাতে দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছি। সে জন্য কেন্দ্রীয় টিম গঠন করা হচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর আমরা সেখানে দায়িত্ব পালন করব। মূল সমন্বয়কের দায়িত্বে থাকবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।’ জানা গেছে, কমিটির দায়িত্বে রয়েছেন কাজী জাফরউল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডা. রোকেয়া সুলতানা, হারুনুর রশিদ, শামসুন্নাহার চাঁপা, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বদর উদ্দীন আহমদ কামরান, আখতারুজ্জামান, নুরুল ইসলাম ঠান্ডু, রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি, মেরিনা জামান, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু, নজিবুল্লাহ হিরু প্রমুখ। এ ছাড়া যারা এমপি ও মন্ত্রী নন তাদের দায়িত্ব দেওয়া হবে। এ তালিকায় যুক্ত করা হতে পারে সাবেক ছাত্রলীগের শীর্ষ নেতা ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের।
শিরোনাম
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
কুমিল্লায় সীমার পক্ষে ২৭ নেতাকে দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর