কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ২৭ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূল সমন্বয়ক থাকবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গতকাল রাতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে নির্বাচনী বিধি মোতাবেক যারা সিটি নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন, এমন ২৭ জন নেতাকে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন এনামুল হক শামীম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদকের নির্দেশে নারায়ণগঞ্জ সিটির মতো কুমিল্লাতেও দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ঐক্যবদ্ধভাবে স্থানীয় নেতা-কর্মীদের মাঠে নামাতে কেন্দ্রের নেতাদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। আশা করি নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও আমাদের দলীয় প্রার্থী বিজয়ী হবে। আমরা সে জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানোর প্রক্রিয়া শুরু করেছি।’ তিনি বলেন, কেন্দ্রের এই ২৭ জন নেতাকে দিয়ে স্থানীয়ভাবে গঠিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের গঠিত টিমগুলো সমন্বয় করা হয়েছে। গতকাল রাতে দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছি। সে জন্য কেন্দ্রীয় টিম গঠন করা হচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর আমরা সেখানে দায়িত্ব পালন করব। মূল সমন্বয়কের দায়িত্বে থাকবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।’ জানা গেছে, কমিটির দায়িত্বে রয়েছেন কাজী জাফরউল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডা. রোকেয়া সুলতানা, হারুনুর রশিদ, শামসুন্নাহার চাঁপা, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বদর উদ্দীন আহমদ কামরান, আখতারুজ্জামান, নুরুল ইসলাম ঠান্ডু, রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি, মেরিনা জামান, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু, নজিবুল্লাহ হিরু প্রমুখ। এ ছাড়া যারা এমপি ও মন্ত্রী নন তাদের দায়িত্ব দেওয়া হবে। এ তালিকায় যুক্ত করা হতে পারে সাবেক ছাত্রলীগের শীর্ষ নেতা ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের।
শিরোনাম
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা