শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মঞ্চে আওরঙ্গজেব ও রাঢ়াঙ

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে আওরঙ্গজেব ও রাঢ়াঙ

শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের পাঁচ দিনের নাট্যোৎসবের ৪র্থ দিনে গতকাল মঞ্চায়ন হয়েছে প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘আওরঙ্গজেব’ ও আরণ্যক প্রযোজিত ‘রাঢ়াঙ’। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটক দুটি মঞ্চায়ন হয়। মোহিত চট্টোপাধ্যায় রচিত এবং অনন্ত হিরা নির্দেশিত ‘আওরঙ্গজেব’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, শুভেচ্ছা, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, তৌহিদ বিপ্লব, ঝুমুর প্রমুখ। অন্যদিকে আরণ্যক প্রযোজিত ও মামুনুর রশীদ রচিত এবং নির্দেশিত ‘রাঢ়াঙ’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তমালিকা কর্মকার, শামীমা শওকত লাভলী, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, উর্মি হোসেন, রুহুল আমিন, কামরুল হাসান, সাঈদ সুমন প্রমুখ। আজ সমাপনী : লোকনাট্য দলের ‘কঞ্জুস’ ও প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ মঞ্চায়নের মধ্য দিয়ে আজ শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের নাট্যোৎসব। সমাপনী সন্ধ্যায় ‘কঞ্জুস’ ও ‘সার্কাস সার্কাস’ মঞ্চায়ন হবে যথাক্রমে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে।

সর্বশেষ খবর