রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিউইয়র্কে বাসায় ঢুকে গুলি বাংলাদেশিকে

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়া ২৪ স্ট্রিটের বাসায় ঢুকে মহিবুল ইসলাম নামের এক বাংলাদেশিকে পায়ে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় ২১ ডিসেম্বর সকাল ১০টার দিকে ইউপিএস কর্মী সেজে এ হামলা চালানো হয়। সূত্র : ইন্টারনেট। আহত মহিবুল স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, মহিবুল যে ভবনে থাকেন তার মূল গেটে এসে কয়েকজন ব্যক্তি এলোমেলোভাবে বিভিন্ন বাসার নম্বর টিপতে থাকে। তবে ইউপিএস কর্মী বলায় কে বা কারা দরজা খুলে দেয়। পরে দুর্বৃত্তরা মহিবুলের  দরজার গিয়ে কড়া নাড়েন। মহিবুল দরজায় এসে জিজ্ঞেস করলে দুর্বৃত্তরা বলে, আমরা ইউপিএসের ডেলিভারি দিতে এসেছি। দরজা খুলতেই তারা মহিবুলকে মাথায় পিস্তল দিয়ে আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে। এ সময় তার স্ত্রী পাশের ঘরে ছিলেন। তিনি প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন। পরে মহিবুলকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমকে মহিবুল বলেছেন, ‘আমি দ্বিতীয় জীবন পেয়েছি। দুর্বৃত্তরা আমার কাছে কিছুই চায়নি। কিন্তু আমাকে কেন যে গুলি করল, সেটাই আমি বুঝতে পারছি না।’ জানা গেছে, বাংলাদেশি মহিবুলের বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। তিনি নিউইয়র্কে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস করছেন। এদিকে এ ঘটনার পর পুলিশ দুর্বৃত্তদের ধরিয়ে দেওয়ার জন্য ২ হাজার ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করেছে। এই সঙ্গে প্রচারপত্রের মাধ্যমে দুর্বৃত্তদের চারজনের ছবি প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর