ঘরেই রুপি বানানোর মেশিন! ভারতীয় জাল রুপি তৈরির টাঁকশাল। প্রতি মাসে ৫০-৬০ লাখ রুপি তৈরি করে বাজারে ছাড়া হতো। এতে মাসিক আয় হতো দেড় থেকে ২ লাখ টাকা। এক দিন-দুই দিন নয়, দীর্ঘ ১৫ বছর ধরে এভাবেই রুপি তৈরি করে আসছিলেন লিয়াকত আলী। জাল রুপি তৈরি করতে গিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারও হন তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। আদালত থেকে জামিনে বেরিয়েও আসেন। কিন্তু জাল রুপি তৈরির নেশা কাটাতে পারেননি। সর্বশেষ বুধবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ার একটি বাড়ি থেকে লিয়াকতকে গ্রেফতার করেন র্যাব-৩-এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১০ লাখ জাল রুপি, রুপি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আরেকটি বাড়ি থেকে সহযোগী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, জাল মুদ্রা তৈরির মূল হোতা ছিলেন ছগির মাস্টার। শেয়ারবাজারে ধসের পর তিনি জাল মুদ্রা তৈরির সিন্ডিকেট গড়ে তোলেন। ছগির মাস্টারের সহযোগী হিসেবে তখন লিয়াকত এই চক্রের সঙ্গে কাজ শুরু করেন। পরে ২০০৭ সালে লিয়াকত নিজেই কেরানীগঞ্জে নিজের ভাড়া বাসায় জাল মুদ্রা তৈরির কারখানা ও সিন্ডিকেট গড়ে তোলেন। জিজ্ঞাসাবাদে লিয়াকত জানান, বাংলাদেশি জাল মুদ্রা তৈরি এবং বাজারজাতকরণ ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারতীয় জাল মুদ্রা তৈরিতে ঝুঁকে পড়েন তিনি। প্রতি মাসে ৫০-৬০ লাখ রুপি তৈরি করে বাজারে ছাড়া হতো। ভারতীয় ৫০০ ও ১০০০ রুপির নোট তৈরি সহজ হওয়ায় তিনি এসব নোটই তৈরি করতেন। ১ লাখ জাল রুপি বিক্রি করতেন ১২ হাজার টাকায়। এতে তার মাসিক আয় হতো দেড় থেকে ২ লাখ টাকা। স্থানীয় দালালদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ও সীমান্তবর্তী এলাকায় এসব জাল রুপি সরবরাহ করা হতো। তবে যেসব মানি এক্সচেঞ্জে জাল রুপি সরবরাহ করত সেগুলোর কোনো তথ্য পাওয়া যায়নি। লিয়াকত কার কাছে জাল রুপিগুলো সরবরাহ করতেন, তা অনেক ক্ষেত্রে নিজেই জানতেন না। তিনি ছিল জাল রুপির পাইকারি বিক্রেতা। এর সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে; যা তদন্ত করে দেখা হচ্ছে।
শিরোনাম
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ঘরেই রুপি বানানোর মেশিন!
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর