মঙ্গলবার, ২২ মে, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

দিনাজপুরী লিচু বাজারে

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দিনাজপুরী লিচু বাজারে

রসালো, টসটসে লাল ও লোভনীয় দিনাজপুরী লিচু এখন বাজারে। দিনাজপুরের গাছে গাছেও শোভা পাচ্ছে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রিসহ দেশি জাতের লিচু। ফলে বাগানগুলোতে ছড়িয়ে আছে মৌ মৌ গন্ধ। বিরলের চাষিরা জানান, বাজারে মাদ্রাজি প্রতি শ লিচুর মূল্য ১৪৫ থেকে ২০০ টাকা। যদিও পর্যাপ্ত বেদনা ও চায়না-থ্রিসহ অন্যান্য জাতের লিচু নামেনি। আগামী সপ্তাহে পুরোদমে লিচু বাজারে আসবে। শহরের নিউ মার্কেটের ফলের আড়তদার নজরুল ইসলামের ‘নিউ একতা আড়ত’-এ শোভা পাচ্ছে মাদ্রাজি লিচু। আড়তদার জানান, গত রবিবার প্রথম ২০ হাজারের মতো লিচু বাজারে আসে। প্রতি হাজার লিচুর বাজারমূল্য ১ হাজার ৪৫০ টাকা ছিল। তবে বাজারে কেনাবেচা পুরোদমে শুরু হবে আগামী সপ্তাহে। লিচু চাষি আসাদুজ্জামান লিটন জানান, মুকুল ও গুটির সময় বৃষ্টি-ঝড় হওয়ায় এ ফলন কিছু নষ্ট হয়েছে। বিরলের কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, এখানে বোম্বে লিচুর চাষ বেশি হয়। তবে এ জাতের লিচু এক বছর ভালো হলে পরের বছর একটু ফলন কমে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন বাজারে নেমেছে মাদ্রাজি জাতের লিচু। এবার ভালো ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্র্রসারণ বিভাগ জানায়, দিনাজপুর জেলায় এবার ২৪ হাজার ৬০০ টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। দিন দিন লিচুর ফলন এবং দাম ভালো পাওয়ায় এ চাষের জমি বাড়ছে। বাগান ছাড়াও কিছু সংখ্যক বাড়ি, সংলগ্ন ভিটা জমিতে ২/৪টি করে লিচু গাছ রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর