বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তাবলিগ নিয়ে মন্ত্রণালয়ের পাঁচ সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ৫ নির্দেশনা স্থগিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে বর্ণিত স্মারকের পরিপত্রে বাংলাদেশে দাওয়াতে তাবলিগের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলরূপে পরিচালনার জন্য কতিপয় নির্দেশনার কার্যকারিতা স্থগিত করা হলো। গত ১৮ সেপ্টেম্বর তাবলিগ জামাতের চলমান দ্বন্দ্ব ও বিবাদ থেকে  বিরত থাকতে ৫টি নির্দেশনা দিয়ে এ পরিপত্র জারি করা হয়েছিল। জানা যায়, ১৮ সেপ্টেম্বর নির্দেশনা দেওয়ার পর ওলামায়ে কেরামদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে। আল হাইয়াতুল ওলিয়া লীল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশের  চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী নিজেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাবলিগ জামাতের মুরব্বি ও ওলামায়ে কেরামরা বিষয়টি সরকারের কাছে তুলে ধরলে সরকার বিষয়টি যাচাই করে স্থগিতাদেশ জারি করে।  জানতে চাইলে বেফাক মহাসচিব আবদুল কুদ্দুস জানান, মাওলানা সাদ’কে বাংলাদেশে বিতর্কিত বক্তব্য ও বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকতে অনুরোধ করা হলেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন।

সর্বশেষ খবর