মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মো. আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বেলা সোয়া ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সামছুল আলম জিজ্ঞাসাবাদ করেন।

এ ছাড়া তলবকৃত স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. কাজী জাহাঙ্গীর হোসেন ও লাইন ডিরেক্টর (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক ডা. মো. আবদুুর রশিদ সময় চেয়ে আবেদন করেছেন। এর আগে ১০ জানুয়ারি হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকসূত্র জানান, স্বাস্থ্য অধিদফতরে সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। ২০১৮ সালের প্রথম দিকে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দুদকের উপপরিচালক সামছুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অনুসন্ধান করছে এসব অভিযোগ।

সর্বশেষ খবর