বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে বাংলা নিয়ে শীর্ষেন্দুর আক্ষেপ

দীপক দেবনাথ, কলকাতা

বাংলা ভাষা এই পশ্চিমবঙ্গে যথাযথ সম্মান ও স্বীকৃতি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলা সাহিত্যের অন্যতম লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর অভিমত, বিষয়টি নিয়ে আত্মসমীক্ষার প্রয়োজন আছে। কলকাতা সাহিত্য উৎসবের শেষ দিন শনিবার ‘দুই দেশ-এক বাংলা’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বাংলা ভাষার প্রতি আবেগ ও ভালোবাসা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে তুলনা টেনেছেন তিনি। শীর্ষেন্দু বলেন, ‘বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও আবেগ বাংলাদেশের নাগরিকদের অনেক বেশি। কিন্তু সেই তুলনায় পশ্চিমবঙ্গের বাঙালিরা যা করে তা কিছুই নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর