শিরোনাম
বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিরাজগঞ্জে বিরল মদনটাক উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বিরল মদনটাক উদ্ধার

সিরাজগঞ্জে মদনটাক নামে এক বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউসের’ সদস্যরা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী গ্রাম থেকে পাখিটি উদ্ধার করে। ‘দি বার্ড সেফটি হাউসের’ সভাপতি মামুন বিশ্বাস জানান, গ্রামবাসীরা তিন দিন আগে গাছাবাড়ী গ্রামে একটি গাছে ২টি মদনটাক দেখতে পায়। পরে তারা একটি পাখি আটক করে ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামের বাড়িতে রেখে দেয়। খবর পেয়ে সকালে চেয়ারম্যানের বাড়ি থেকে পাখিটি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এটি একটি বিরল প্রজাতির পাখি। এর পা ও ঠোঁট অনেক লম্বা, পিঠের ওপর ধূসর কালো রং, সাদা বর্ণের শরীর এবং প্রায় চার ফুট উচ্চতা। মাথায় পালক না থাকায় ধারণা করা হচ্ছে বিরল এই পাখিটি প্রাপ্ত বয়স্ক। গভীর অরণ্য, সুন্দরবন আর হাওর অঞ্চলে বাস করে এটি। মামুন বিশ্বাস জানান, পাখিটিকে হস্তান্তরের জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এলে পাখিটি তার কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর