শিরোনাম
মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

পদত্যাগ দাবিতে ইসি ভবনের সামনে ব্যতিক্রমী অবস্থান

নিজস্ব প্রতিবেদক

ইসির পদত্যাগ দাবিতে হানিফ নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনের সামনে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে পুলিশের বাধার মুখে তিনি ১৪ মিনিট ইসির সামনে অবস্থান করেন। গতকাল বেলা ১১টায় একটি ব্যানার নিয়ে ইসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন হানিফ নামের ওই ব্যক্তি। তিনি ইসির সামনে একাই ১ ঘণ্টা অবস্থানের কর্মসূচি পালন করতে চাইলেও  পুলিশের বাধায় মাত্র ১৪ মিনিট অবস্থান করতে পারেন। তার ব্যানারে লেখা ছিলÑ ‘নির্বাচন কমিশন ও ভোটাধিকারের ওপর জনগণ আস্থা হারিয়েছে, হারানো আস্থা ফিরিয়ে আনতে ইসির সংস্কার চাই।’ ইসির পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচির বিষয়ে হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইসির পদত্যাগের দাবিতে ভবনের সামনে ১ ঘণ্টা একক প্রতিবাদ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে থাকতে দেয়নি। আমি ১৪ মিনিট অবস্থান করেছি। তিনি বলেন, অবিলম্বে বর্তমান মেরুদ হীন নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর