শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় নির্বাচন আয়োজন করবে, সহায়তায় সরকার

-আখতারউজ্জামান

বিশ্ববিদ্যালয় নির্বাচন আয়োজন করবে, সহায়তায় সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আখতারউজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দু-একটি  হলে বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সুন্দরভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের ধারাবাহিকতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন করা দরকার। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সিনেট বা সিন্ডিকেট ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আখতারউজ্জামান বলেন, এসব নির্বাচনের মধ্য দিয়ে ছাত্ররা নেতৃত্বের গুণাবলী অর্জন করবে, বের হয়ে আসবে দেশের আগামীর নেতৃত্ব। এসব ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের মধ্যে নেতৃত্বের চর্চা গড়ে উঠবে। আখতারউজ্জামান বলেন, দেশে এখন বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ জন্যই হয়তো বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন প্রক্রিয়া থেমে আছে। ডাকসু নির্বাচন সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। সর্বাত্মকভাবে সবাই অংশ নিয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আমি মনে করি সব ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। ছাত্র সংগঠনগুলো পারস্পরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নেবে। আমরা চাই সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে সুন্দরভাবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।

সর্বশেষ খবর