শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

বাসের চাকায় প্রাণ গেল দুই ছাত্রের

প্রতিদিন ডেস্ক

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে দুই, চট্টগ্রামে দুই, কিশোরগঞ্জে দুই ও নীলফামারীতে একজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- যশোর : যশোর-মনিরামপুর সড়কের খইতলায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছে। তারা হলো মনিরামপুর উপজেলার ধলিগাতি গ্রামের খাইরুল বাশারের ছেলে আশিকুর রহমান ও জামলা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আল আমিন। নিহত দুজন ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। নিহত আশিকুর রহমানের স্বজনরা জানান, আশিক ও আল আমিন বাইসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের স্বজনরা জানান, নিহত আশিক ও আল আমিন স্কুলের সেরা শিক্ষার্থীদের মধ্যে অন্যতম। চট্টগ্রাম : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের হাটহাজারীর সরকারহাট এলাকায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. রনি (২৩) নিহত হন। রনি হাটহাজারীর উদালিয়া এলাকার আবু জাফরের ছেলে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে, সীতাকুন্ডের লালবেগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি বড়ভিটা ইউনিয়নের মাদ্রাসাপাড়ার নজির উল্লার ছেলে এবং আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জলঢাকা-রংপুর সড়কের সোনাকুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার বগাদিয়া গোলমসজিদ এলাকায় অটোরিকশার ধাক্কায় মোমেনা আক্তার (৩২) নামে এক নারী আহত হন। স্থানীয় লোকজন তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বগাদিয়া গ্রামের নয়ন মিয়ার স্ত্রী। অন্যদিকে বুধবার রাত ৮টার দিকে পাকুন্দিয়ায় টমটম উল্টে ছমির উদ্দিন (৫২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

 

সর্বশেষ খবর