শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বাছিরের পদোন্নতির জন্য ডিজি পদ খালি রাখার আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

তথ্য পাচারের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরের পদোন্নতির জন্য সংস্থাটির মহাপরিচালক পদ খালি রাখার আদেশ প্রত্যাহার করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মাদ আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ঘুষ কেলেঙ্কারিতে পাঁচজনকে দায়ী করেন বাছির : এদিকে ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত জবাব দিয়েছেন এনামুল বাছির। আইনজীবী কামাল হোসেন দুদকের প্রধান কার্যালয়ে বুধবার অনুসন্ধান কমিটির প্রধান শেখ মো. ফানাফিল্যার কাছে বাছিরের পক্ষে লিখিত বক্তব্য জমা দেন। লিখিত বক্তব্যে বাছির নিজেকে নির্দোষ দাবি করে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় পাঁচজনকে দায়ী করেন। তারা হলেন- যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক আবদুল দয়াছ, দুদক পরিচালক কাজী সফিক ও নাসিম আনোয়ার এবং অবসরে যাওয়া পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া ও জায়েদ হোসেন খান। লিখিত বক্তব্যে বাছির বলেন, ঘুষ লেনদেন নিয়ে ডিআইজি মিজানের দুটি অডিও প্রকাশের পর একটিকে সত্য ধরে নিয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য অডিও আমলে নিচ্ছে না দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর