সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ব্যাংক খাতে শেয়ার দর কমেছে ৭০ শতাংশের বেশি। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩ পয়েন্টে; যা ডিএসইতে ২ বছর ৬ মাস ২০ দিন বা ৬২২ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর       এর চেয়ে কম পয়েন্টে অবস্থান করছিল। লেনদেনে দেখা গেছে, তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দুটির বা ৭ শতাংশের শেয়ার দর বেড়েছে। ২১টির বা ৭০ শতাংশের শেয়ার দর কমেছে। ২১টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৬০ টাকা করে কমেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্যাংক এশিয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৫ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর। ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারের দরপতনের কারণ খুঁজতে কমিটি : দেশের শেয়ারবাজারে চলমান অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। বিএসইসির পরিচালক রেজাউল করিমকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. অহিদুল ইসলাম, উপ-পরিচালক মো. নজরুল ইসলাম ও উপ-পরিচালক মো. রাকিবুর রহমান। সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, গঠিত কমিটি দরপতনের কারণ অনুসন্ধানের পাশাপাশি অস্বাভাবিক  লেনদেনের তথ্যও খতিয়ে দেখবে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর