মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিআরটিসি চেয়ারম্যানকে ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন-ভাতার দাবিতে বিআরটিসির চেয়ারম্যানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন চালক ও সহকারীরা। শতাধিক পরিবহন শ্রমিক গতকাল সকালে রাজধানীর দিলকুশা এলাকায় পরিবহন ভবনের প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। ওই ভবনের চতুর্থ তলায় বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়ার কার্যালয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যানকে ভিতরে রেখে গেটে তালা লাগানোর পর ভবনের সামনে থাকা চেয়ারম্যানের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেন বিক্ষোভকারীরা। দিনভর ওই ভবনে তারা তালা ঝুলিয়ে রাখেন। এই বিক্ষোভের মধ্যে বিআরটিসি সচিব নূর-ই-আলম দুপুরে পরিবহন ভবনের ভিতর থেকে গেটের সামনে এসে শ্রমিকদের সমস্যা সমাধানে আশ্বাস দেন। কিন্তু বিক্ষোভকারীরা তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কারও কারও ১৭ মাসের বেতন-ভাতা বকেয়া। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতন জীবন-যাপন করছেন। চেয়ারম্যানের কার্যালয় থেকে গত আড়াই বছরে বার বার আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি।

সর্বশেষ খবর