নিজের ঘর রুচিশীল আসবাবপত্র দিয়ে যারা নতুন করে সাজানোর কথা ভাবছেন তাদের জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমে উঠেছে জাতীয় ফার্নিচার মেলা। একই ছাদের নিচে ৩২টি ব্র্যান্ড তাদের আসবাবপত্র প্রদর্শন করছে। মেলায় মিলছে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ক্রেতারা ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগও পাচ্ছেন। এই মেলায় মধ্যবিত্ত শ্রেণির জন্য সাশ্রয়ী আসবাবপত্র থেকে শুরু করে উচ্চবিত্ত শ্রেণির বিলাসী আসবাবপত্র প্রদর্শিত হচ্ছে। সরেজমিন গতকাল বিকালে কনভেনশন সিটির রাজদর্শন ও গুলনকশা হলের প্রবেশমুখে দেখা গেছে আগ্রহী ক্রেতাদের গাড়ির সারি। হলের ভিতরে বিভিন্ন স্টলে পণ্য সম্পর্কে খোঁজখবর নিতে ক্রেতাদের ভিড় দেখা যায়। এসব স্টল ক্রেতা আকর্ষণে বাসাবাড়ির আদলে আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। পণ্যগুলোর ওপর দাম ও পণ্য ক্রয়ে ছাড়ের সুবিধাদিও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আসবাবপত্রের মধ্যে খাট, আলমারি, সোফা, ডিভান, দোলনা, ওয়ার্ডরৌব, অফিসের আসবাবপত্র, সেন্টার টেবিল ছাড়াও ঘর সাজানোর শোপিস ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। ভিআইপি ফার্নিচার স্টলে গিয়ে দেখা গেছে, ক্ল্যাসিক বেড, আলপনা বেড, ডালিয়া শোকেস, উইন্টার কফি সেটসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। ওমেগা হোম সলিউশনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. কামরুল ইসলাম সোহাগ জানান, তাদের প্রতিষ্ঠানটি আধুনিক ও রুচিশীল অভিজাত আসবাবপত্র ক্রয়ে কোনো সুদ ছাড়াই ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে ক্রেতাকে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে। নিউ হাজী এন্টারপ্রাইজ স্টলের কর্মীরা জানান, ভালোমানের লেদারের সোফা, রেক্সিনের সোফা ও এল শেপ সোফার প্রতি ক্রেতাদের ভালো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেলায় ইউরোশিয়া নামের একটি প্রতিষ্ঠান ম্যাট্রেস, পিলো, ¯িপ্রং ম্যাট্রেস, লেটেক্স ম্যাট্রেস প্রদর্শন করছে। মেলার অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কর্মীরা জানান, বাণিজ্য মেলার পাশাপাশি এ ধরনের মেলার আয়োজন তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রির জন্য সহায়ক। আজ শুক্রবার মেলায় ক্রেতা উপস্থিতি বাড়বে বলে তারা আশাবাদী। পাঁচ দিনব্যাপী এই জাতীয় ফার্নিচার মেলা আগামীকাল শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত।
শিরোনাম
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
ফার্নিচার মেলা
হরেক পণ্যের সমাহারে মিলছে আকর্ষণীয় ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর