নিজের ঘর রুচিশীল আসবাবপত্র দিয়ে যারা নতুন করে সাজানোর কথা ভাবছেন তাদের জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমে উঠেছে জাতীয় ফার্নিচার মেলা। একই ছাদের নিচে ৩২টি ব্র্যান্ড তাদের আসবাবপত্র প্রদর্শন করছে। মেলায় মিলছে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ক্রেতারা ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগও পাচ্ছেন। এই মেলায় মধ্যবিত্ত শ্রেণির জন্য সাশ্রয়ী আসবাবপত্র থেকে শুরু করে উচ্চবিত্ত শ্রেণির বিলাসী আসবাবপত্র প্রদর্শিত হচ্ছে। সরেজমিন গতকাল বিকালে কনভেনশন সিটির রাজদর্শন ও গুলনকশা হলের প্রবেশমুখে দেখা গেছে আগ্রহী ক্রেতাদের গাড়ির সারি। হলের ভিতরে বিভিন্ন স্টলে পণ্য সম্পর্কে খোঁজখবর নিতে ক্রেতাদের ভিড় দেখা যায়। এসব স্টল ক্রেতা আকর্ষণে বাসাবাড়ির আদলে আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। পণ্যগুলোর ওপর দাম ও পণ্য ক্রয়ে ছাড়ের সুবিধাদিও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আসবাবপত্রের মধ্যে খাট, আলমারি, সোফা, ডিভান, দোলনা, ওয়ার্ডরৌব, অফিসের আসবাবপত্র, সেন্টার টেবিল ছাড়াও ঘর সাজানোর শোপিস ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। ভিআইপি ফার্নিচার স্টলে গিয়ে দেখা গেছে, ক্ল্যাসিক বেড, আলপনা বেড, ডালিয়া শোকেস, উইন্টার কফি সেটসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। ওমেগা হোম সলিউশনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. কামরুল ইসলাম সোহাগ জানান, তাদের প্রতিষ্ঠানটি আধুনিক ও রুচিশীল অভিজাত আসবাবপত্র ক্রয়ে কোনো সুদ ছাড়াই ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে ক্রেতাকে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে। নিউ হাজী এন্টারপ্রাইজ স্টলের কর্মীরা জানান, ভালোমানের লেদারের সোফা, রেক্সিনের সোফা ও এল শেপ সোফার প্রতি ক্রেতাদের ভালো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেলায় ইউরোশিয়া নামের একটি প্রতিষ্ঠান ম্যাট্রেস, পিলো, ¯িপ্রং ম্যাট্রেস, লেটেক্স ম্যাট্রেস প্রদর্শন করছে। মেলার অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কর্মীরা জানান, বাণিজ্য মেলার পাশাপাশি এ ধরনের মেলার আয়োজন তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রির জন্য সহায়ক। আজ শুক্রবার মেলায় ক্রেতা উপস্থিতি বাড়বে বলে তারা আশাবাদী। পাঁচ দিনব্যাপী এই জাতীয় ফার্নিচার মেলা আগামীকাল শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত।
শিরোনাম
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব