নিজের ঘর রুচিশীল আসবাবপত্র দিয়ে যারা নতুন করে সাজানোর কথা ভাবছেন তাদের জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমে উঠেছে জাতীয় ফার্নিচার মেলা। একই ছাদের নিচে ৩২টি ব্র্যান্ড তাদের আসবাবপত্র প্রদর্শন করছে। মেলায় মিলছে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ক্রেতারা ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগও পাচ্ছেন। এই মেলায় মধ্যবিত্ত শ্রেণির জন্য সাশ্রয়ী আসবাবপত্র থেকে শুরু করে উচ্চবিত্ত শ্রেণির বিলাসী আসবাবপত্র প্রদর্শিত হচ্ছে। সরেজমিন গতকাল বিকালে কনভেনশন সিটির রাজদর্শন ও গুলনকশা হলের প্রবেশমুখে দেখা গেছে আগ্রহী ক্রেতাদের গাড়ির সারি। হলের ভিতরে বিভিন্ন স্টলে পণ্য সম্পর্কে খোঁজখবর নিতে ক্রেতাদের ভিড় দেখা যায়। এসব স্টল ক্রেতা আকর্ষণে বাসাবাড়ির আদলে আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। পণ্যগুলোর ওপর দাম ও পণ্য ক্রয়ে ছাড়ের সুবিধাদিও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আসবাবপত্রের মধ্যে খাট, আলমারি, সোফা, ডিভান, দোলনা, ওয়ার্ডরৌব, অফিসের আসবাবপত্র, সেন্টার টেবিল ছাড়াও ঘর সাজানোর শোপিস ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। ভিআইপি ফার্নিচার স্টলে গিয়ে দেখা গেছে, ক্ল্যাসিক বেড, আলপনা বেড, ডালিয়া শোকেস, উইন্টার কফি সেটসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। ওমেগা হোম সলিউশনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. কামরুল ইসলাম সোহাগ জানান, তাদের প্রতিষ্ঠানটি আধুনিক ও রুচিশীল অভিজাত আসবাবপত্র ক্রয়ে কোনো সুদ ছাড়াই ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে ক্রেতাকে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে। নিউ হাজী এন্টারপ্রাইজ স্টলের কর্মীরা জানান, ভালোমানের লেদারের সোফা, রেক্সিনের সোফা ও এল শেপ সোফার প্রতি ক্রেতাদের ভালো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেলায় ইউরোশিয়া নামের একটি প্রতিষ্ঠান ম্যাট্রেস, পিলো, ¯িপ্রং ম্যাট্রেস, লেটেক্স ম্যাট্রেস প্রদর্শন করছে। মেলার অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কর্মীরা জানান, বাণিজ্য মেলার পাশাপাশি এ ধরনের মেলার আয়োজন তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রির জন্য সহায়ক। আজ শুক্রবার মেলায় ক্রেতা উপস্থিতি বাড়বে বলে তারা আশাবাদী। পাঁচ দিনব্যাপী এই জাতীয় ফার্নিচার মেলা আগামীকাল শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত।
শিরোনাম
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা