নিজের ঘর রুচিশীল আসবাবপত্র দিয়ে যারা নতুন করে সাজানোর কথা ভাবছেন তাদের জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমে উঠেছে জাতীয় ফার্নিচার মেলা। একই ছাদের নিচে ৩২টি ব্র্যান্ড তাদের আসবাবপত্র প্রদর্শন করছে। মেলায় মিলছে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ক্রেতারা ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগও পাচ্ছেন। এই মেলায় মধ্যবিত্ত শ্রেণির জন্য সাশ্রয়ী আসবাবপত্র থেকে শুরু করে উচ্চবিত্ত শ্রেণির বিলাসী আসবাবপত্র প্রদর্শিত হচ্ছে। সরেজমিন গতকাল বিকালে কনভেনশন সিটির রাজদর্শন ও গুলনকশা হলের প্রবেশমুখে দেখা গেছে আগ্রহী ক্রেতাদের গাড়ির সারি। হলের ভিতরে বিভিন্ন স্টলে পণ্য সম্পর্কে খোঁজখবর নিতে ক্রেতাদের ভিড় দেখা যায়। এসব স্টল ক্রেতা আকর্ষণে বাসাবাড়ির আদলে আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। পণ্যগুলোর ওপর দাম ও পণ্য ক্রয়ে ছাড়ের সুবিধাদিও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আসবাবপত্রের মধ্যে খাট, আলমারি, সোফা, ডিভান, দোলনা, ওয়ার্ডরৌব, অফিসের আসবাবপত্র, সেন্টার টেবিল ছাড়াও ঘর সাজানোর শোপিস ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। ভিআইপি ফার্নিচার স্টলে গিয়ে দেখা গেছে, ক্ল্যাসিক বেড, আলপনা বেড, ডালিয়া শোকেস, উইন্টার কফি সেটসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। ওমেগা হোম সলিউশনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. কামরুল ইসলাম সোহাগ জানান, তাদের প্রতিষ্ঠানটি আধুনিক ও রুচিশীল অভিজাত আসবাবপত্র ক্রয়ে কোনো সুদ ছাড়াই ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে ক্রেতাকে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে। নিউ হাজী এন্টারপ্রাইজ স্টলের কর্মীরা জানান, ভালোমানের লেদারের সোফা, রেক্সিনের সোফা ও এল শেপ সোফার প্রতি ক্রেতাদের ভালো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেলায় ইউরোশিয়া নামের একটি প্রতিষ্ঠান ম্যাট্রেস, পিলো, ¯িপ্রং ম্যাট্রেস, লেটেক্স ম্যাট্রেস প্রদর্শন করছে। মেলার অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কর্মীরা জানান, বাণিজ্য মেলার পাশাপাশি এ ধরনের মেলার আয়োজন তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রির জন্য সহায়ক। আজ শুক্রবার মেলায় ক্রেতা উপস্থিতি বাড়বে বলে তারা আশাবাদী। পাঁচ দিনব্যাপী এই জাতীয় ফার্নিচার মেলা আগামীকাল শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ফার্নিচার মেলা
হরেক পণ্যের সমাহারে মিলছে আকর্ষণীয় ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর