নিজের ঘর রুচিশীল আসবাবপত্র দিয়ে যারা নতুন করে সাজানোর কথা ভাবছেন তাদের জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমে উঠেছে জাতীয় ফার্নিচার মেলা। একই ছাদের নিচে ৩২টি ব্র্যান্ড তাদের আসবাবপত্র প্রদর্শন করছে। মেলায় মিলছে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ক্রেতারা ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগও পাচ্ছেন। এই মেলায় মধ্যবিত্ত শ্রেণির জন্য সাশ্রয়ী আসবাবপত্র থেকে শুরু করে উচ্চবিত্ত শ্রেণির বিলাসী আসবাবপত্র প্রদর্শিত হচ্ছে। সরেজমিন গতকাল বিকালে কনভেনশন সিটির রাজদর্শন ও গুলনকশা হলের প্রবেশমুখে দেখা গেছে আগ্রহী ক্রেতাদের গাড়ির সারি। হলের ভিতরে বিভিন্ন স্টলে পণ্য সম্পর্কে খোঁজখবর নিতে ক্রেতাদের ভিড় দেখা যায়। এসব স্টল ক্রেতা আকর্ষণে বাসাবাড়ির আদলে আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। পণ্যগুলোর ওপর দাম ও পণ্য ক্রয়ে ছাড়ের সুবিধাদিও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আসবাবপত্রের মধ্যে খাট, আলমারি, সোফা, ডিভান, দোলনা, ওয়ার্ডরৌব, অফিসের আসবাবপত্র, সেন্টার টেবিল ছাড়াও ঘর সাজানোর শোপিস ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। ভিআইপি ফার্নিচার স্টলে গিয়ে দেখা গেছে, ক্ল্যাসিক বেড, আলপনা বেড, ডালিয়া শোকেস, উইন্টার কফি সেটসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। ওমেগা হোম সলিউশনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ মো. কামরুল ইসলাম সোহাগ জানান, তাদের প্রতিষ্ঠানটি আধুনিক ও রুচিশীল অভিজাত আসবাবপত্র ক্রয়ে কোনো সুদ ছাড়াই ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে ক্রেতাকে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে। নিউ হাজী এন্টারপ্রাইজ স্টলের কর্মীরা জানান, ভালোমানের লেদারের সোফা, রেক্সিনের সোফা ও এল শেপ সোফার প্রতি ক্রেতাদের ভালো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেলায় ইউরোশিয়া নামের একটি প্রতিষ্ঠান ম্যাট্রেস, পিলো, ¯িপ্রং ম্যাট্রেস, লেটেক্স ম্যাট্রেস প্রদর্শন করছে। মেলার অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কর্মীরা জানান, বাণিজ্য মেলার পাশাপাশি এ ধরনের মেলার আয়োজন তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রির জন্য সহায়ক। আজ শুক্রবার মেলায় ক্রেতা উপস্থিতি বাড়বে বলে তারা আশাবাদী। পাঁচ দিনব্যাপী এই জাতীয় ফার্নিচার মেলা আগামীকাল শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে : আনিসুল হক
- মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: অতিরিক্ত আইজি
- ‘ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে’
- আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সরানো হলো উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন
- বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
- সাবেক ভূমিমন্ত্রী-অর্থপ্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
- সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার
- মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
- লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- রংপুরে টাইফয়েড টিকা বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত
ফার্নিচার মেলা
হরেক পণ্যের সমাহারে মিলছে আকর্ষণীয় ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর