রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেপরোয়া চালক, থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাস জোরে ধাক্কা দিলে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল। গতকাল ভোররাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার শোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বিজন হাওলাদার (২৫) পিতা-নারায়ন হাওলাদার, রাসেল (২৪), পিতা-নুর ইসলাম এবং কমল মন্ডল (২৫), পিতা-যশোরথ মন্ডল। সবার বাাড়ি নাজিরপুরের বিভিন্ন স্থানে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম জানান, রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের নাজিরপুরগামী নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) দাঁড়িয়ে থাকা ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪)   পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও অপর ১২জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর