রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সৌদি আরব থেকে ফেরত আরও ১২০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব থেকে আরও ১২০ বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের মুখে গত শুক্রবার দিবাগত রাতে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে ফেরেন ১৩০ জন। দুই দিনে ২৫০ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল সৌদি সরকার। ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ কর্মীরাও। তারা কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পুলিশ তাদের গ্রেফতার করে। নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নেননি। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতির শিকার হওয়া ঢাকার দোহার উপজেলার আনোয়ার হোসেন জানান, সৌদি আরবে তিনি একটি দোকানে কাজ করতেন। আকামার মেয়াদ ছিল আরও ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।চলতি বছর সৌদি আরব থেকে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার বাংলাদেশি কর্মী দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে বেশির ভাগেরই বৈধ কাগজপত্র থাকার পরও দেশে ফেরত পাঠিয়ে দেয় সৌদি সরকার।

সর্বশেষ খবর