বাজারে কমেছে পিয়াজের দাম। এখন প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। তবে দাম বৃদ্ধির পর মাত্র ১০ থেকে ২০ টাকা কমায় খুশি নন ক্রেতারা। এ অবস্থায় শ্যামবাজারের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে পাইকারি দাম বেঁধে দিয়েছেন। এতে মিয়ানমারের পিয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, মিসর, তুরস্ক ও চীনের পিয়াজ ৫৫ থেকে ৬০ টাকা বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। মাছের দামও নিম্নমুখী। দাম কমেছে মুরগি ও ডিমের। অপরিবর্তিত চাল, ডাল ও ভোজ্যতেলের দাম। শ্যামবাজার বণিক সমিতির ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইলিয়াছ গতকাল জানান, এখন থেকে সরকার ও সমিতির বেঁধে দেওয়া দামে পিয়াজ বিক্রি করব। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, নিউ মার্কেট, কলাবাগান, আজিমপুর, সেগুনবাগিচা, খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি, ফকিরাপুল, রামপুরা, খিলগাঁও রেলগেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি দেশি পিয়াজ ১২০ থেকে ১৩০ টাকা বিক্রি হচ্ছে। ভারতীয় পিয়াজ ১২০ টাকা। খিলগাঁও বাজারের বিক্রেতা হাসিবুল বলেন, পাইকারি বাজারে দাম কমলে খুচরাতেও কমবে। দাম কমা শুরু হয়েছে। এদিকে টিসিবি ট্রাকসেলে খোলাবাজারে ৪৫ টাকা দামে পিয়াজ বিক্রি হচ্ছে। তবে আদা-রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি রসুন ১৫০ থেকে ১৬০ টাকা। চায়না রসুন ১৫০ টাকা, দেশি আদা ১৭০ টাকা, চায়না আদা ১৬০ টাকা ও কাঁচা আদা ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে দেখা যায়, সব ধরনের সবজির দাম কমেছে। তবে এখনো বাড়তি রয়েছে টমেটোর দাম। প্রতি কেজি মানভেদে টমেটো ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ৫ থেকে ১০ টাকা কমে শিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গাজর ৫০ থেকে ৬০ টাকা, করলা ও উস্তা ৪০ থেকে ৪৫ টাকা, শসা (দেশি) ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, পেঁপে ১৫ থেকে ২৫, পটল ৩০ থেকে ৪০, ঝিঙা ৩০ থেকে ৪০, কাঁকরোল ৪০ থেকে ৫০, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমে প্রতি পিস বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২৫, লাউ ৩০ থেকে ৪০, জালি কুমড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। সবজির মতো নিম্নমুখী রয়েছে শাকের বাজার। অপরদিকে ১০ থেকে ৫০ টাকা কমেছে মাছের দাম। এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। গত সপ্তাহে ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে। শিং ৩০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০, গলদা চিংড়ি ৪০০ থেকে ৬৫০, বাগদা ৪৫০ থেকে ৭০০, রুই ২৫০ থেকে ৩৫০, মৃগেল ২০০ থেকে ২৮০, পাঙ্গাশ ১২০ থেকে ১৩০, তেলাপিয়া ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমেছে মুরগি ও ডিমের। বাজারে প্রতি কেজি বয়লার ১২০ থেকে ১৩০ টাকা, লেয়ার ১৮০ থেকে ২০০, সাদা লেয়ার ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল ডিম প্রতি ডজন ১০০ থেকে ১০৫ টাকা, সাদা ৯৫ টাকা, হাঁসের ডিম ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হতে দেখা গেছে। তবে অপরিবর্তিত রয়েছে গরু, মহিষ, খাসির মাংস, চাল, ডাল ও ভোজ্যতেলের দাম।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
১০ টাকা কমেছে পিয়াজের দাম
অপরিবর্তিত চাল ডাল তেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর