বাজারে কমেছে পিয়াজের দাম। এখন প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। তবে দাম বৃদ্ধির পর মাত্র ১০ থেকে ২০ টাকা কমায় খুশি নন ক্রেতারা। এ অবস্থায় শ্যামবাজারের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে পাইকারি দাম বেঁধে দিয়েছেন। এতে মিয়ানমারের পিয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, মিসর, তুরস্ক ও চীনের পিয়াজ ৫৫ থেকে ৬০ টাকা বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। মাছের দামও নিম্নমুখী। দাম কমেছে মুরগি ও ডিমের। অপরিবর্তিত চাল, ডাল ও ভোজ্যতেলের দাম। শ্যামবাজার বণিক সমিতির ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইলিয়াছ গতকাল জানান, এখন থেকে সরকার ও সমিতির বেঁধে দেওয়া দামে পিয়াজ বিক্রি করব। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, নিউ মার্কেট, কলাবাগান, আজিমপুর, সেগুনবাগিচা, খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি, ফকিরাপুল, রামপুরা, খিলগাঁও রেলগেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি দেশি পিয়াজ ১২০ থেকে ১৩০ টাকা বিক্রি হচ্ছে। ভারতীয় পিয়াজ ১২০ টাকা। খিলগাঁও বাজারের বিক্রেতা হাসিবুল বলেন, পাইকারি বাজারে দাম কমলে খুচরাতেও কমবে। দাম কমা শুরু হয়েছে। এদিকে টিসিবি ট্রাকসেলে খোলাবাজারে ৪৫ টাকা দামে পিয়াজ বিক্রি হচ্ছে। তবে আদা-রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি রসুন ১৫০ থেকে ১৬০ টাকা। চায়না রসুন ১৫০ টাকা, দেশি আদা ১৭০ টাকা, চায়না আদা ১৬০ টাকা ও কাঁচা আদা ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে দেখা যায়, সব ধরনের সবজির দাম কমেছে। তবে এখনো বাড়তি রয়েছে টমেটোর দাম। প্রতি কেজি মানভেদে টমেটো ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ৫ থেকে ১০ টাকা কমে শিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গাজর ৫০ থেকে ৬০ টাকা, করলা ও উস্তা ৪০ থেকে ৪৫ টাকা, শসা (দেশি) ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, পেঁপে ১৫ থেকে ২৫, পটল ৩০ থেকে ৪০, ঝিঙা ৩০ থেকে ৪০, কাঁকরোল ৪০ থেকে ৫০, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমে প্রতি পিস বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা, ফুলকপি ১৫ থেকে ২৫, লাউ ৩০ থেকে ৪০, জালি কুমড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। সবজির মতো নিম্নমুখী রয়েছে শাকের বাজার। অপরদিকে ১০ থেকে ৫০ টাকা কমেছে মাছের দাম। এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। গত সপ্তাহে ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে। শিং ৩০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০, গলদা চিংড়ি ৪০০ থেকে ৬৫০, বাগদা ৪৫০ থেকে ৭০০, রুই ২৫০ থেকে ৩৫০, মৃগেল ২০০ থেকে ২৮০, পাঙ্গাশ ১২০ থেকে ১৩০, তেলাপিয়া ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমেছে মুরগি ও ডিমের। বাজারে প্রতি কেজি বয়লার ১২০ থেকে ১৩০ টাকা, লেয়ার ১৮০ থেকে ২০০, সাদা লেয়ার ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল ডিম প্রতি ডজন ১০০ থেকে ১০৫ টাকা, সাদা ৯৫ টাকা, হাঁসের ডিম ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হতে দেখা গেছে। তবে অপরিবর্তিত রয়েছে গরু, মহিষ, খাসির মাংস, চাল, ডাল ও ভোজ্যতেলের দাম।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
১০ টাকা কমেছে পিয়াজের দাম
অপরিবর্তিত চাল ডাল তেল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আফগানিস্তানের হামলার নিন্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, কড়া জবাবের হুঁশিয়ারি
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম