মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিলেটে বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুলিশের সঙ্গে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা  হয়েছে। এর মধ্যে এজাহারে উল্লেখ করা হয়েছে ৩০ জনের নাম। গত শনিবার রাতে কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন- সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, মওদুদুল হক মওদুদ, মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী খোরশেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী। সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার বিকালে নগরীর মিরাবাজার থেকে মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের শুরুতেই বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিলটি নাইওরপুল এলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় রাতে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে পুলিশ।

সর্বশেষ খবর