শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা আরেক জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনার সূত্রপাত ঘটতে যাচ্ছিল রাজশাহীর আড়ানীতে।

গতকাল দুপুর ১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনের অদূরে একই লাইনের মধ্যে উঠে যায় দুটি যাত্রীবাহী ট্রেন। তবে চালকের দক্ষতায় মাত্র ৩০ ফুট দূরত্বে থাকতেই থেমে যায় ট্রেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই ট্রেনের প্রায় ১ হাজার যাত্রী। এরমধ্যে সিক্সডাউন ট্রেন উত্তরা এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। আর খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আড়ানী রেলস্টেশনের অদূরে উত্তরা এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেসের ক্রসিং হওয়ার কথা ছিল। রাজশাহী প্রান্তে আবদুুলপুর অভিমুখী উত্তরা এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি একই লাইনের মধ্যে ঢুকে পড়ে। লাইনের ওপর ট্রেন দেখে ব্রেক করেন কপোতাক্ষ এক্সপ্রেসের লোকোমাস্টার (চালক)। ট্রেনটি মুখোমুখি আসার পর থামাতে সক্ষম হন তিনি। এ সময় দুই ট্রেনের দূরুত্ব ছিল মাত্র ৩০ ফুট।

সর্বশেষ খবর