বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যমন্ত্রী-মেয়রের এপিএস ও হুইপের পিএসকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) ড. আরিফুর রহমান শেখ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুস এবং সরকারদলীয় হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) নূর উর রশীদ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তাদের তলবের এই আদেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদক সূত্র। দুদক সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আরিফুর রহমানকে আগামী ২০ জানুয়ারি দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ঠিকাদারি পাইয়ে দিয়ে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুসকে তলব করা হয়েছে ক্যাসিনো কান্ডে জড়িত থাকার অভিযোগে। তাকে ২১ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নোটিস পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, মাদক ব্যবসা আর তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে সরকারদলীয় হুইপ সামশুল হক চৌধুরীর পিএস নূর উর রশীদ চৌধুরী ওরফে এজাজ চৌধুরীকে তলব করেছে দুদক। শুধু চট্টগ্রামের ক্লাবগুলোতে চলা জুয়ার আসর থেকেই প্রতিদিন তার আয় ছিল ৫০ হাজার টাকা বলে অভিযোগ। অভিযোগ যাচাই-বাছাই আর প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য পাওয়ার পর পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এজাজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল পাঠানো নোটিসে তাকে ২১ জানুয়ারি দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে বলে দুদক সূত্রের তথ্য।

 

সর্বশেষ খবর