শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরি

ভিডিও ফুটেজ উধাও, হাত-পায়ের ছাপ কার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরির ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন ঢাকার বাড্ডা অঞ্চলের সাব-রেজিস্ট্রার মনির হোসেন।

গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) কাজী শরীফুল ইসলাম জানান, চোরেরা রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের দোতলার কলাপসিবল গেটের গ্রিল কেটে ঢুকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনের দোতলায় বাড্ডা ও তৃতীয় তলায় উত্তরা থানার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের ফটকের তালা ভাঙা পাওয়া যায়। দুটি স্টিলের আলমারি ও ড্রয়ার ভাঙা ছিল। তৃতীয় তলায় জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের ফটকের তালাও ভাঙা পাওয়া গেছে। সেখানে সংরক্ষিত সিসি ক্যামেরা ডিভিআর নিয়ে গেছে। তাই সিসি ক্যামেরায় কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল থেকে হাত ও পায়ের ছাপের আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া কমপ্লেক্স ভবনে কর্তব্যরত তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সর্বশেষ খবর