আন্দোলনরত পাটকল শ্রমিকদের অসন্তোষ কমাতে জরুরি ভিত্তিতে ২৯২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ‘এখনই এ অর্থ বরাদ্দ’ দেওয়া না হলে পুনরায় শ্রমিক অসন্তোষ দেখা দিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে চাওয়া অর্থ চলতি জানুয়ারি থেকে আগামী মার্চ পর্যন্ত তিন মাসের মজুরি পরিশোধে ব্যয় হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তারা জানান, তাদের নিয়ন্ত্রণাধীন পাটকলগুলোয় নিয়োজিত শ্রমিকের সংখ্যা ২৭ হাজার ৯৫২। মিল শ্রমিকদের সর্বোচ্চ উৎপাদনের ভিত্তিতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৩ সপ্তাহের জন্য মজুরি পরিশোধ করতে হলে ২৯২ কোটি ৫০ লাখ টাকার প্রয়োজন। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিজেএমসির মিলের শ্রমিক অসন্তোষ নিরসন ও জাতীয় মজুরি স্কেল, ২০১৫ বাস্তবায়নের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া দরকার। বিজেএমসির মিলগুলোর ক্রমাগত লোকসানের কারণে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে না পারায় দিন দিন বকেয়া মজুরির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে। বকেয়া না পেয়ে শ্রমিকরা এরই মধ্যে কয়েক দফা গেটসভা, সড়ক অবরোধ, আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে নতুন মজুরি কাঠামো-২০১৫ অনুযায়ী ‘পে-স্লিপ’ ইস্যুর প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার করানো হয়। এখন নতুন বেতন কাঠামো অনুযায়ী চলতি জানুয়ারি থেকে বেতন দিতে না পারলে আবারও শ্রম অসন্তোষের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিজেএমসির চেয়ারম্যান মো. আবদুর রউফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আমরা নতুন মজুরি স্কেলে (২০১৫) চলতি বছরের জানুয়ারি থেকে বেতন পরিশোধ করতে চাইছি। ২০১০ সালের স্কেল অনুযায়ী প্রতি সপ্তাহে মজুরি বাবদ ব্যয় হতো ১০ কোটি টাকার মতো। এখন ২০১৫ সালের স্কেলে আমরা হিসাব করে দেখেছি প্রতি সপ্তাহে মজুরি দাঁড়ায় প্রায় ২২ কোটি ৫০ লাখ টাকা। ফলে বিশেষ বরাদ্দ হিসেবে ২৯২ কোটি টাকা জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।’ তিনি আরও জানান, তারা নতুন স্কেলে ছয় মাসের মজুরি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে নতুন করে তিন মাসের হিসাব দিয়েছেন। বকেয়া আদায় ও মজুরি বৃদ্ধির দাবিতে পাটকল শ্রমিকরা আন্দোলন শুরু করেন গত বছরের শেষের দিকে। পরে দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেন। পথে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের সন্তানরা। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ জানুয়ারি সন্ধ্যায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সভাস্থলে উপস্থিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে ফোন করে শ্রমিকদের বকেয়া পরিশোধে পে-স্লিপ প্রদানসংক্রান্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানান। ১৫ দিনের মধ্যে পে-স্লিপ দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা।
শিরোনাম
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
পাটকল শ্রমিকদের জন্য ২৯২ কোটি টাকা চেয়ে চিঠি
রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৪ ঘণ্টা আগে | জাতীয়