লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সেনাবাহিনীর দায়িত্বরত মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, জজকোর্টের পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মানিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসি প্রমুখ।
সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ