ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিএনপির শেখ রবিউল আলমসহ ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে গতকাল রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের কাছে প্রার্থিতার আবেদন জমা দেন তারা। পরে রিটার্নিং অফিসার সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল। সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ছয়জন জমা দিয়েছেন। আমরা প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। ১১৭টি কেন্দ্র নির্ধারণ করেছি। সবগুলোতেই ইভিএমে ভোট হবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে একাদশ জাতীয় সংসদের এমপি ছিলেন ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণের সদ্য সমাপ্ত নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এ আসনে ২১ মার্চ ভোট গ্রহণ। গতকাল ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৯ ফেব্রুয়ারি প্রত্যাহারের সময় শেষ হবে। প্রতীক বরাদ্দ ১ মার্চ। এরপর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রধান দুই দলের প্রার্থী ছাড়া অন্যরা হলেন জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ও পিডিপির প্রেসিডিয়াম সদস্য কাজী আবদুর রহিম।
উৎসবমুখর ভোটের আশায় মহিউদ্দিন : মনোনয়নপত্র জমা দিয়ে নৌকার প্রার্থী মহিউদ্দিন বলেন, ‘আমি মানুষের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে, নির্বাচিত হব। আমরা ভাবতে চাই, একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ এলাকার জনগণ তাদের পছন্দমতো নেতাকে বেছে নেবেন। আমি চাই, জনগণ ভোট দিতে আসুক।’
জনগণ ভোট দিলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত- রবিউল : বেলা সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি প্রার্থী বলেন, জনগণ যদি ভোট দিতে পারে এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি সরকার ও কমিশন দিতে পারে, তাহলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। শেখ রবিউল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক।
আচরণবিধি মেনে চলতে বললেন : আসন্ন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। গতকাল নিজ কার্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপি মনোনয়নপত্র বিক্রি : যশোর-৬ ও বগুড়া-১ উপনির্বাচনে চার ও নয়জন করে মোট ১৩ জন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি থেকে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এ ফরম নেন। তাদের সাক্ষাৎকার হবে ২৪ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। এরা হলেন- যশোর-৬ আসনে মো. নূরুজ্জামান তপন, আবদুস সামাদ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান ও অমলেন্দু দাস অপু এবং বগুড়া-১ আসনে মো. মোশাররফ হোসেন চৌধুরী, মো. শহিদ-উন নবী সালাম, কাজী এরফানুর রহমান রেন্টু, ডা. শাহ মো. শাহজাহান আলী, মো. বেলাল হোসেন, এ কে এম আহসানুল তৈয়ব জাকির, এ এস এম রফিকুল ইসলাম বিশ্বাস, ড. শামসুল আলম ও মো. মাসুদুর রহমান।