জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অনেক ভালো। তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্ত অবস্থানে রাখার জন্য সার্বক্ষণিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, জেলা আওয়ামী লীগ কাউন্সিল নিয়ে ব্যস্ত রয়েছে। তৃণমূলকে শক্তিশালী করার জন্য সিংহভাগ ইউনিয়ন কমিটির কাউন্সিল ইতিমধ্যেই শেষ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে বাকি থাকা কমিটিগুলোর কাউন্সিল শেষ করা হবে। তারপর পৌর, উপজেলা ও জেলা কাউন্সিলের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা হবে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক মার্চের পর যে কোনো সময় সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। দলের মধ্যে গ্রুপিং বিষয়ে এমপি ছেলুন বলেন, দলের মধ্যে কিছুটা গ্রুপিং এখনো আছে। তবে দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানে আমরা কাজ করছি। মূল দল ও অঙ্গ সংগঠনের সমন্বয়হীনতার বিষয়ে দলীয় সভাপতি বলেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠনের কিছুটা সমন্বয়ের অভাব এখনো আছে। তবে তা বেশি দিন থাকবে না বলে মনে করেন তিনি। সাংগঠনিকভাবে দলের ছোটখাটো সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দলের মধ্যে এখনো দু-একজন মূলধারার বাইরে আছেন। তারা নিজেরা যদি মূলধারায় ফিরতে চায় তবে আমাদের কোনো দ্বিমত থাকবে না। যদি না আসে তবে জেলা সম্মেলনের পর নতুন কমিটি তাদের বিষয়ে পদক্ষেপ নেবে। দলের মধ্য থেকে কেউ যদি সাংগঠনিক স্বার্থবিরোধী কাজ করে তবে স্তরভেদে তার বিষয়ে ঊর্ধ্বতন ফোরাম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?