জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অনেক ভালো। তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্ত অবস্থানে রাখার জন্য সার্বক্ষণিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, জেলা আওয়ামী লীগ কাউন্সিল নিয়ে ব্যস্ত রয়েছে। তৃণমূলকে শক্তিশালী করার জন্য সিংহভাগ ইউনিয়ন কমিটির কাউন্সিল ইতিমধ্যেই শেষ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে বাকি থাকা কমিটিগুলোর কাউন্সিল শেষ করা হবে। তারপর পৌর, উপজেলা ও জেলা কাউন্সিলের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা হবে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক মার্চের পর যে কোনো সময় সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। দলের মধ্যে গ্রুপিং বিষয়ে এমপি ছেলুন বলেন, দলের মধ্যে কিছুটা গ্রুপিং এখনো আছে। তবে দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানে আমরা কাজ করছি। মূল দল ও অঙ্গ সংগঠনের সমন্বয়হীনতার বিষয়ে দলীয় সভাপতি বলেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠনের কিছুটা সমন্বয়ের অভাব এখনো আছে। তবে তা বেশি দিন থাকবে না বলে মনে করেন তিনি। সাংগঠনিকভাবে দলের ছোটখাটো সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দলের মধ্যে এখনো দু-একজন মূলধারার বাইরে আছেন। তারা নিজেরা যদি মূলধারায় ফিরতে চায় তবে আমাদের কোনো দ্বিমত থাকবে না। যদি না আসে তবে জেলা সম্মেলনের পর নতুন কমিটি তাদের বিষয়ে পদক্ষেপ নেবে। দলের মধ্য থেকে কেউ যদি সাংগঠনিক স্বার্থবিরোধী কাজ করে তবে স্তরভেদে তার বিষয়ে ঊর্ধ্বতন ফোরাম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা