জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অনেক ভালো। তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্ত অবস্থানে রাখার জন্য সার্বক্ষণিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, জেলা আওয়ামী লীগ কাউন্সিল নিয়ে ব্যস্ত রয়েছে। তৃণমূলকে শক্তিশালী করার জন্য সিংহভাগ ইউনিয়ন কমিটির কাউন্সিল ইতিমধ্যেই শেষ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে বাকি থাকা কমিটিগুলোর কাউন্সিল শেষ করা হবে। তারপর পৌর, উপজেলা ও জেলা কাউন্সিলের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা হবে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক মার্চের পর যে কোনো সময় সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। দলের মধ্যে গ্রুপিং বিষয়ে এমপি ছেলুন বলেন, দলের মধ্যে কিছুটা গ্রুপিং এখনো আছে। তবে দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানে আমরা কাজ করছি। মূল দল ও অঙ্গ সংগঠনের সমন্বয়হীনতার বিষয়ে দলীয় সভাপতি বলেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠনের কিছুটা সমন্বয়ের অভাব এখনো আছে। তবে তা বেশি দিন থাকবে না বলে মনে করেন তিনি। সাংগঠনিকভাবে দলের ছোটখাটো সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দলের মধ্যে এখনো দু-একজন মূলধারার বাইরে আছেন। তারা নিজেরা যদি মূলধারায় ফিরতে চায় তবে আমাদের কোনো দ্বিমত থাকবে না। যদি না আসে তবে জেলা সম্মেলনের পর নতুন কমিটি তাদের বিষয়ে পদক্ষেপ নেবে। দলের মধ্য থেকে কেউ যদি সাংগঠনিক স্বার্থবিরোধী কাজ করে তবে স্তরভেদে তার বিষয়ে ঊর্ধ্বতন ফোরাম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
সাংগঠনিক সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে
------ সোলায়মান হক জোয়ার্দ্দার সভাপতি, জেলা আওয়ামী লীগ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর