রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা
সর্বোচ্চ প্রস্তুতির এখনই সময়

কোয়ারেন্টাইন যথাযথ না হলে ঝুঁকি গণপরিবহনে

ডা. রশিদ-ই-মাহবুব

আকতারুজ্জামান

কোয়ারেন্টাইন যথাযথ না হলে ঝুঁকি গণপরিবহনে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব বলেছেন, যারা বিদেশ থেকে ফিরছেন তাদের যথাযথভাবে কোয়ারেন্টাইন করতে হবে। কোয়ারেন্টাইন ও আইসোলেশন যথাযথভাবে করতে না পারলে, আক্রান্ত কেউ গণপরিবহন ব্যবহার করলে এটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। কোয়ারেন্টাইন করা ও নিয়মিত চেকআপ করা গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. রশিদ-ই-মাহবুব বলেন, সারা দেশের মেডিকেল, হাসপাতালগুলোতে যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেগুলো প্রস্তুত রাখতে হবে। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ভাইরাস সংক্রমণ করতে না পারে এমন পোশাক পরিধান করতে হবে চিকিৎসকদের। কিন্তু বিমানবন্দরে যেসব ডাক্তার বিদেশ ফেরত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করছেন তারা নিজেরাই এ জন্য প্রস্তুত না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নিয়ম মেনেই এসব যাত্রীদের পরীক্ষা করা উচিত। যাতে আক্রান্ত কাউকে চেকআপ করতে গিয়ে চিকিৎসক নিজে আক্রান্ত না হন। ইচ্ছেমতো পোশাক পরিধান করে চেকআপ করা যাবে না। তিনি বলেন, এ পরিস্থিতিতে বিদেশফেরত আত্মীয়স্বজনদের সংস্পর্শে যাওয়া যাবে না। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিদেশফেরতরা কোয়ারেন্টাইনে না গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ নেই।

 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপ-উপাচার্য আরও বলেন, সবার তো মাস্ক ব্যবহার করার দরকার নেই। সতর্কতায় সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট। তাই অযথা মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কাড়াকাড়ি করে কৃত্রিম সংকটের প্রয়োজন নেই।

সর্বশেষ খবর