সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

সরকারের জরুরি অ্যাকশন চাই

-ড. সালেহউদ্দিন আহমেদ

সরকারের জরুরি অ্যাকশন চাই

করনোভাইরাসের চলমান সংকট মোকাবিলায় সরকারকে জরুরি অ্যাকশন নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। খ্যাতনামা এ অর্থনীতিবিদ বলেছেন, শুধু সরকারের কাঁধে দায়ভার চাপালে হবে না। বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। দেশের ব্যবসা-বাণিজ্য যেন বন্ধ না হয়। একবার কোনো শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হলে, চালু করা কঠিন হবে। আবার যেসব প্রতিষ্ঠান অসুবিধায় পড়েছে, তাদের পাশে সরকারকে থাকতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক যে টুকু সহায়তা দিয়েছে, তা যথেষ্ট নয়।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকের সুদ যেন না বাড়ে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গে কর সুবিধাও দিতে হবে। দেশের উৎপাদনশীল খাত সক্রিয় রাখতে হবে। সব খাতের শ্রমিকদের কর্মহীন করা যাবে না। তাদের সামাজিক সুরক্ষা দিতে হবে। তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিকভাবে যারা কাজ করেন, তাদের সহায়তা দিতে হবে। ৮০ লাখ শ্রমিক আছে, তাদের পাশে সরকারকে থাকতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে মানুষের পাশে থাকতে হবে। প্রয়োজনে বাজেট ঘাটতি হোক। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংককে সম্প্রসারণমূলক মুদ্রানীতি দিতে হবে।

সর্বশেষ খবর