দেড় শ বছরের ঐতিহ্য হয়ে বাজারের মাঝখানে দাঁড়িয়ে আজও ছায়া দিচ্ছে বটগাছটি। কারও কারও মতে, গাছটির বয়স দুই শ বছর। বটগাছের লতাগুলোই মাটিতে ঠেকে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই রয়েছে একটি পাকুড়গাছ। স্থানীয়দের ধারণা, বটগাছটি পুরুষ এবং পাকুড়গাছটি নারী। তাই বটগাছ আর পাকুড় গাছের মধ্যে ধুমধাম করে বিয়েও দিয়েছিল স্থানীয়রা। এই বটগাছের চারপাশে প্রতিদিন বসে বাজার, রয়েছে একটি মন্দির। এই দেড় শ বছরের ঐতিহ্যবাহী বটগাছটির ছায়ায় বসে ঝানঝিরা বাজার। বিশেষ করে বাজারের মাঝখানে বটগাছটিকে কেন্দ্র করে গড়ে ওঠা দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ঝানঝিরা বাজারটিতে ব্যাপক মানুষের সমাগম হয়। বিবেচনা করা হয় বটগাছ আশ্রয় বা ভরসার প্রতীক। এ কারণেই বটগাছের সঙ্গে পরিবারের প্রধানের তুলনা করা হয়। আবহমান বাংলার গ্রামীণ জনপদে পথের ধারে, নদীর পাড়ে, হাটে অথবা জনবিরল স্থানে ডাল-পাতায় ভরা বটগাছ পথিকের বিশ্রামের জায়গা। মানুষ, পাখি, কীটপতঙ্গের অকৃত্রিম বন্ধু। বটগাছকে ঘিরে জমে ওঠে মানুষের আড্ডা, বিনোদন, সভা-সমাবেশ, মেলা ও হাটবাজার। সময়ের বিবর্তনে বটগাছের ঐতিহ্য অনেকটা হারিয়ে গেলেও গ্রামীণ জনপদে এখনো টিকে আছে শত শত বছরের বটগাছ এবং তাকে ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গাছটি নমস্য বটে। এখন ওই বটগাছটির পাতা ঝরে পড়ছে, নতুন পাতা আসছে। আবার অনেকে ওই গাছের অনেক ডালও কেটে ফেলেছে। এর পরেও ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে গাছটি। এই গাছটির পাশেই দাঁড়িয়ে আছে পাকুড়গাছ। স্থানীয় মানুষের ধারণা, বটগাছটি পুরুষ এবং পাকুড়গাছটি নারী। তাই এলাকার মানুষ এক সময় বটগাছ আর পাকুড়গাছের মধ্যে ধুমধাম করে বিয়েও দিয়েছিল। দেড় শ বছরের গাছটি যিনি রোপণ করেছিলেন তার তিন পুরুষই আর বেঁচে নেই। তবে তাদের উত্তরাধিকারীরা বেঁচে আছেন। তাদের একজন গোপেন বাবু। তার বয়সও ৭৫ বছর। গোপেন বাবু জানান, ওই সময়ে ছায়া পাওয়ার জন্য বটগাছটি রোপণ করেছিলেন মৃত সূর্য নারায়ণ ও আমতারান। তার বাবা ক্ষেত্রমোহনের দাদা ছিলেন সূর্য নারায়ণ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ