দেড় শ বছরের ঐতিহ্য হয়ে বাজারের মাঝখানে দাঁড়িয়ে আজও ছায়া দিচ্ছে বটগাছটি। কারও কারও মতে, গাছটির বয়স দুই শ বছর। বটগাছের লতাগুলোই মাটিতে ঠেকে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই রয়েছে একটি পাকুড়গাছ। স্থানীয়দের ধারণা, বটগাছটি পুরুষ এবং পাকুড়গাছটি নারী। তাই বটগাছ আর পাকুড় গাছের মধ্যে ধুমধাম করে বিয়েও দিয়েছিল স্থানীয়রা। এই বটগাছের চারপাশে প্রতিদিন বসে বাজার, রয়েছে একটি মন্দির। এই দেড় শ বছরের ঐতিহ্যবাহী বটগাছটির ছায়ায় বসে ঝানঝিরা বাজার। বিশেষ করে বাজারের মাঝখানে বটগাছটিকে কেন্দ্র করে গড়ে ওঠা দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ঝানঝিরা বাজারটিতে ব্যাপক মানুষের সমাগম হয়। বিবেচনা করা হয় বটগাছ আশ্রয় বা ভরসার প্রতীক। এ কারণেই বটগাছের সঙ্গে পরিবারের প্রধানের তুলনা করা হয়। আবহমান বাংলার গ্রামীণ জনপদে পথের ধারে, নদীর পাড়ে, হাটে অথবা জনবিরল স্থানে ডাল-পাতায় ভরা বটগাছ পথিকের বিশ্রামের জায়গা। মানুষ, পাখি, কীটপতঙ্গের অকৃত্রিম বন্ধু। বটগাছকে ঘিরে জমে ওঠে মানুষের আড্ডা, বিনোদন, সভা-সমাবেশ, মেলা ও হাটবাজার। সময়ের বিবর্তনে বটগাছের ঐতিহ্য অনেকটা হারিয়ে গেলেও গ্রামীণ জনপদে এখনো টিকে আছে শত শত বছরের বটগাছ এবং তাকে ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গাছটি নমস্য বটে। এখন ওই বটগাছটির পাতা ঝরে পড়ছে, নতুন পাতা আসছে। আবার অনেকে ওই গাছের অনেক ডালও কেটে ফেলেছে। এর পরেও ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে গাছটি। এই গাছটির পাশেই দাঁড়িয়ে আছে পাকুড়গাছ। স্থানীয় মানুষের ধারণা, বটগাছটি পুরুষ এবং পাকুড়গাছটি নারী। তাই এলাকার মানুষ এক সময় বটগাছ আর পাকুড়গাছের মধ্যে ধুমধাম করে বিয়েও দিয়েছিল। দেড় শ বছরের গাছটি যিনি রোপণ করেছিলেন তার তিন পুরুষই আর বেঁচে নেই। তবে তাদের উত্তরাধিকারীরা বেঁচে আছেন। তাদের একজন গোপেন বাবু। তার বয়সও ৭৫ বছর। গোপেন বাবু জানান, ওই সময়ে ছায়া পাওয়ার জন্য বটগাছটি রোপণ করেছিলেন মৃত সূর্য নারায়ণ ও আমতারান। তার বাবা ক্ষেত্রমোহনের দাদা ছিলেন সূর্য নারায়ণ।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর