তীব্র বিষধর সাপ খইয়া গোখরা। ইংরেজি নাম ইন্ডিয়ান কোবরা। অন্য নাম স্পেকটাকল্ড কোবরা। আর বৈজ্ঞানিক নাম নাজা নাজা। আমাদের দেশে কোথাও কোথাও এরা কেউটে নামেও পরিচিত। এরা বিষধর এলাপিডি পরিবারের মধ্যে একটি বড় সর্পগোষ্ঠী। বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছরপুর থেকে এ বিষধর সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আনা হয়। বিশারদরা জানান, এরা ভারতের অন্যতম বিষধর সাপ। পদ্মগোখরা এদের নিকটাত্মীয়। খইয়া গোখরার ফণার পেছনে গরুর খুরের মতো দাগ থাকে। ফণার পেছনে গোল দাগ রয়েছে। উত্তেজিত হলে এদের ঘাড়ের লম্বা হাড় স্ফীত হয়ে ওঠে। তখন এদের ফণাটি চমৎকার বিস্তৃতি লাভ করে। এদের গায়ের রং হলুদ বাদামি। শরীরে ছাই বা কালো রঙের ক্রসব্যান্ড রয়েছে। ফণার দুই ধারে নিচের দিকে কালো ছোপ রয়েছে। একটি বা দুটি ক্রস আকারের রেখা কালো ছোপের পেছন থেকে পেটের দিকে নেমে এসেছে। এদের দুটি সরু লম্বা বিষ দাঁত আছে। এরা প্রায় ২.৩ মি (৭.৫ ফুট) পর্যন্ত লম্বা হয়। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিম থেকে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয় দ্বীপপুঞ্জ, ভুটান, মিয়ানমার, লাওস, নেপাল ও থাইল্যান্ডে এদের দেখা মেলে। এরা নিশাচর। মানুষের বসতবাড়ির আশপাশ, চাষের জমি, বনাঞ্চল বা ধান খেতের আশপাশের ইঁদুরের গর্তে থাকতে এরা ভালোবাসে। এরা উভচর প্রাণী আর স্তন্যপায়ী প্রাণী, সাপ বা মাছ খেয়ে জীবন ধারণ করে। আত্মরক্ষার্থে এরা ফণা তুলে জোরে হিস হিস শব্দ করে। তখন কামড়ও দিতে পারে। মে-জুন তাদের প্রজনন সময়। এরা ২৫ থেকে ৩০টি ডিম দেয়। ডিমে তা দেয় না। কিন্তু ডিমের আশপাশে ঘোরাফেরা করে। ডিম ফুটে ছানা বের হতে লাগে ৬০ দিন। ডিম আপনাআপনি ফেটে যায়। দেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ সাপটি সংরক্ষিত। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, উদ্ধার করা সাপটি লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হবে। বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ বলেন, খইয়া গোখরা বিষধর হলেও আমাদের জন্য এরা খুব উপকারী। কারণ এরা ইঁদুর খেয়ে ইঁদুরের গর্তে বাসা বানায়। এতে আমাদের দেশের কৃষকের অনেক উপকার হয়। খইয়া গোখরা দেশের শস্যভান্ডার পূর্ণ করতে সাহায্য করে।
শিরোনাম
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল